পাবনা প্রতিনিধি: উপজেলা প্রানীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর শনিবার পাবনার আটঘরিয়া উপজেলায় ১০দিনব্যাপি এ পিপিআর টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয়- পিপিআর রোগের টিকা দিন, ছাগল ও ভেড়া সুস্থ রাখুন।
মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদফতরের অধীনে পিপিআর রোগ নির্মুল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মুলে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহারুল ইসলাম।
উপজেলা প্রানীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এসময় বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন, জেলা ভেটেরিনারি অফিসার সেলিম হোসেন শেখ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন।
আটঘরিয়া উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বলেন, ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত পিপিআর রোগ নির্মুল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় সারা দেশে একযোগে পিপিআর রোগের টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হবে।
সারা দেশব্যাপি গনটিকা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে আটঘরিয়া উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায়ও বিনামূল্যে পিপিআর রোগের টিকা প্রদান করা হবে। প্রতিদিন সকাল ৬ টা থেকে এ টিকাদান কর্মসুচি চলবে। টিকাদান কার্যক্রমে ৩৬ জন কর্মী কাজ করবে এবং উপজেলার প্রায় ৫৭ হাজার লাগল ও ভেড়াকে এসময় টিকা প্রদান করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available