পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের টি-টুয়েন্টি খেলার উদ্বোধন করা হয়েছে। ২২ নভেম্বর শুক্রবার বেলা ১১টায় খেলার উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহেরাব হোসেন অপি। বরিশাল বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, পিরোজপুর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগির হোসেন, সদস্য সচিব গাজি ওয়াহিদুজ্জামান লাভলু ও যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা।
প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, রাজশাহী বিভাগে উদ্বোধন করে পর্যায়ক্রমে ফরিদপুরে এবং আজকে পিরোজপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হলো। মাদকমুক্ত যুব সমাজ গড়তে হলে শিশু কিশোর যুবকদের খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। এরপরে পর্যায়ক্রমে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে খেলার ধারা চালু রাখবো।
সন্তানদের খেলার মাঠে ফিরিয়ে নিতেই সারাদেশে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামে মহিলা ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট শুরু করবো। মাদক মুক্ত বাংলাদেশ গড়া আমাদের লক্ষ্য বলেও মন্তব্য করেন সাবেক এ অধিনায়ক।
পিরোজপুর জেলা স্ট্রেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টে টি-টুয়েন্টি ম্যাচে লাল ও সবুজ দুটি দলে বিভক্ত হয়ে খেলা অনুষ্ঠিত হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available