সাভার (ঢাকা) প্রতিনিধি: হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে ধলেশ্বরী নদীর উপর ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদের নামে ২০০০ সালে নির্মিত ‘শহীদ রফিক সেতুর’ টোল আদায় দীর্ঘ ২৪ বছরেও বন্ধ না হওয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সিংগাইরের বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, পরিবহনের ড্রাইভার, হেল্পার ও এলাকার সাধারণ জনগণ।
শহীদ রফিক সেতুর টোল প্লাজা সংলগ্নস্থানে ৯ আগস্ট শুক্রবার বেলা ৩টার দিকে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ কর্মসূচির সমন্বয়কের দায়িত্বে ছিলেন ইঞ্জিনিয়ার মো. আবু সায়েম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. রুমির সঞ্চালনায় টোল মওকুফের দাবি জানিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. আসিফ, মো. মিরাজ, মো. রনি, জয় ইউনুস, মো. আবীর আহমেদ, মো. সাইদুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আর কখনো এই সেতুর টোল আদায় করতে দেয়া হবে না।
জানা যায়, ২০০০ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানিকগঞ্জের সিংগাইর ও ঢাকার সাভারের সংযোগস্থল ধলেশ্বরী নদীর ওপর নির্মিত ৩০৭ মিটার দীর্ঘ ভাষা শহীদ রফিক সেতুর উদ্বোধন করেন। ২০১৩ সালে সাবেক সড়ক পরিহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে সেতুতে ৩ চাকা বিশিষ্ট পরিবহনের টোল মওকুফ করা হয়। কিন্তু বন্ধ হওয়ার কিছুদিন পরেই ঢাক-ঢোল পিটিয়ে পুনরায় টোল আদায় করা শুরু হয়। সেই ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত চলছে এই অবৈধ টোল আদায়।
টোল মওকুফ বিক্ষোভ কর্মসূচি সমন্বয়ক ইঞ্জিনিয়ার মো. আবু সায়েম বলেন, সিংগাইর তথা মানিকগঞ্জের সাধারণ মানুষের প্রাণের দাবি, এই সেতুর টোল মওকুফ করে দেয়া হোক। তাই কর্তৃপক্ষের কাছে ভাষা শহীদ রফিক সেতুর টোল আদায় অনতিবিলম্বে মওকুফ ঘোষণা করার অনুরোধ জানাচ্ছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available