মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় গৌরগঞ্জ খালে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের শিশুসহ ৯ জনের মৃত্যুর ঘটনায় আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
১৪ আগস্ট সোমবার বেলা ১১টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদ সড়কে মানববন্ধনে অংশ নেয় শতশত নারী-পুরুষ। এসময় ঘটনায় জড়িত এজাহারভূক্ত আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত স্বজনহারা ভুক্তভোগীরা বালুবাহী বাল্কহেড এ খালে চলাচল বন্ধের জোর দাবী তুলেন।
স্বজনহারা ভুক্তভোগী, এলাকার সাধারণ মানুষের পাশাপাশি মানববন্ধনে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে, গত ৫ আগস্ট রাত ৮টার দিকে লৌহজং থানাধীন খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি গুদারাঘাট এলাকায় বালু বাহী বাল্কহেড ইঞ্জিনচালিত ট্রলারে ধাক্কা দেয়। এতে ট্রলার ডুবে সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামের নারী-শিশু সহ ৯ জন প্রাণ হারায় ও এক শিশু এখনও নিখোঁজ রয়েছে। এ বিষয়ে লৌহজং থানায় একটি মামলা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available