• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫০:৫৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫০:৫৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লায় পাঁচ শতাধিক পথচারীকে স্যালাইন-শরবত খাওয়াল ট্রাফিক পুলিশ

২৪ এপ্রিল ২০২৪ সকাল ০৮:০২:১০

কুমিল্লায় পাঁচ শতাধিক পথচারীকে স্যালাইন-শরবত খাওয়াল ট্রাফিক পুলিশ

কুমিল্লা প্রতিনিধি: প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ জনজীবন। তীব্র গরমে সড়কে চলাচলকারী মানুষদের পানিশূন্যতার বিষয়টি মাথায় রেখে জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে পাঁচ শতাধিক পথচারীকে খাবার স্যালাইন, ঠান্ডা পানি এবং শরবত খাইয়েছে কুমিল্লা জেলা ট্রাফিক পুলিশ।

২৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে কুমিল্লা নগরীর কান্দিরপাড় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ কার্যক্রম চালানো হয়।

ট্রাফিক পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। পথচারীদের সাথে কথা বলে জানা যায়, এই তীব্র গরমে ট্রাফিক পুলিশের উদ্যোগটি খুবই ভালো লেগেছে। এমন উদ্যোগ নিয়ে সবারই এগিয়ে আসা উচিত।

এ সময় রিকশাচালকদের সাথে কথা বলে জানা যায়, ‘পুলিশের কাছ থেকে বিনামূল্যে শরবত পান করলাম। এমনটা এই প্রথমবারই হয়েছে। পুলিশ সাধারণ মানুষের কথাও ভাবে। ধন্যবাদ পুলিশকে।’

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) জিয়াউল হক চৌধুরী টিপু বলেন, ‘প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ সাধারণ মানুষের জনজীবন। তীব্র গরমে সড়কে চলাচলকারী মানুষদের পানিশূন্যতার বিষয়টি মাথায় রেখে জেলা ট্রাফিক পুলিশ এ উদ্যোগ গ্রহণ করেছে।’

তিনি আরও বলেন, ‘গরমে সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য, রিকশাচালক, অটোরিকশাচালক এবং পথচারীদের খাবার স্যালাইন, শরবত এবং ঠান্ডা পানি বিতরণ করা হয়েছে। আমরা আমাদের এই কার্যক্রম বিগত ৯ দিন যাবৎ সেবা দিয়ে আসছি, আজকে আমাদের ১০ম দিন, আজ পাঁচ শতাধিক মানুষকে জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এ সেবা দেওয়া হয়েছে। জনস্বার্থে ট্রাফিক পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে।‘

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩