• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:২৩:৪৫ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:২৩:৪৫ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ট্রেনের রুট বাতিল হওয়ার প্রতিবাদে কুষ্টিয়ায় ছাত্র-জনতার বিক্ষোভ

৫ নভেম্বর ২০২৪ সকাল ০৮:১৩:২০

ট্রেনের রুট বাতিল হওয়ার প্রতিবাদে কুষ্টিয়ায় ছাত্র-জনতার বিক্ষোভ

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল এবং কুষ্টিয়া স্টেশন দিয়ে নিয়মিত চলাচলের দাবিতে ট্রেন আটকে রেখে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।

৪ নভেম্বর সোমবার ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনে দুপুর ১২টার দিকে ৪০ মিনিট আটকে রেখে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনরতরা। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ১২টা ১৫মিনিট থেকে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত আটকে রাখে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা।

এ সময় বিক্ষোভকারীরা বলেন, খুলনা থেকে ঢাকাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ এবং বেনাপোল থেকে ঢাকাগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ আগামী ১৫ নভেম্বর থেকে অন্য রুটে চলাচল করবে। রুট পরিবর্তন হলে কুষ্টিয়াসহ আশপাশের কয়েকটি জেলার মানুষ রেল সেবা থেকে বঞ্চিত হবে। তারা দাবি করেন, অবিলম্বে এই রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করা হোক।

পরে ১২টা ৫৮ মিনিটে দিকে আন্দোলনকারীরা রেললাইন থেকে সরে গেলে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে রওনা দেয়।

কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনের ইনচার্জ ইতি আরা খাতুন জানান, রেল মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে আমাদের কোনো লিখিত বা মৌখিক নির্দেশনা জানানো হয়নি। এখনও রুট পরিবর্তনের বিষয়ে কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি। আপনাদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।  

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর মাসে কুষ্টিয়া দিয়ে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন চালু হয়। এতে স্থানীয়রা ঢাকায় যাতায়াতে সুবিধা হতো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গ্লোবাল সুইস বিজনেস হাবের যাত্রা শুরু
২৪ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:২৩:০৫

ভিশন বাংলাদেশের সভাপতি সফিক, সম্পাদক মিরাজ
২৪ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১৪:৫০





সাটুরিয়ায় তেলের পাম্পে ভয়াবহ আগুন
২৪ নভেম্বর ২০২৪ দুপুর ০১:৩৬:৩৭


আজ আহমদুল কবিরের ২১ তম মৃত্যুবার্ষিকী
২৪ নভেম্বর ২০২৪ দুপুর ০১:০৩:০১