• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৯:৫২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৯:৫২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জাতীয়

পদ্মা সেতু পাড়ি দিয়েছে ট্রেন, ২ ঘণ্টা ১০ মিনিটে কমলাপুর থেকে ভাঙ্গায়

৭ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ০১:৪৬:১৭

পদ্মা সেতু পাড়ি দিয়েছে ট্রেন, ২ ঘণ্টা ১০ মিনিটে কমলাপুর থেকে ভাঙ্গায়

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা থেকে মাওয়া হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়েছে প্রথম ট্রেন। কমলাপুর স্টেশন থেকে ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে স্টেশনে পৌঁছেছে মাত্র ২ ঘণ্টা ১০ মিনিটে। এর মাধ্যমে পদ্মাপাড়সহ দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হয়েছে।

৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় লোকমোটিভসহ ছয়টি কোচের পরীক্ষামূলক ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ে। আর এর মধ্যে দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকা যুক্ত হলো রেলপথে। এতে উচ্ছ্বসিত ওই অঞ্চলের মানুষ।

পরীক্ষামূলক এই ট্রেনটির লোকোমাস্টার ছিলেন এনামুল হক এবং সহকারী লোকোমাস্টার ছিলেন এম এ হোসেন। আর গার্ড হিসেবে ট্রেন পরিচালনা করছেন আনোয়ার হোসেন। পরীক্ষামূলক ট্রেনের যাত্রী হিসেবে পর্যবেক্ষণ করছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

এ সময় আরও উপস্থিত আছেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, রেলপথ সচিব ড. হুমায়ুন কবীর, রেলওয়েল মহাপরিচালক মো. কামরুল আহসান, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক আফজাল হোসেন, রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং রেলওয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমের কর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩