• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই বৈশাখ ১৪৩২ রাত ০৮:৩৭:০৯ (18-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই বৈশাখ ১৪৩২ রাত ০৮:৩৭:০৯ (18-Apr-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

লালমনিরহাট-বুড়িমারী রুটে ট্রেন বিকল, আড়াই ঘন্টা পর চলাচল স্বাভাবিক

১০ ডিসেম্বর ২০২৩ দুপুর ০১:০৭:৩১

লালমনিরহাট-বুড়িমারী রুটে ট্রেন বিকল, আড়াই ঘন্টা পর চলাচল স্বাভাবিক

হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটে পার্বতীপুর থেকে আসা একটি কমিউটার লোকাল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে রেল যোগাযোগ বিঘ্নিত হয়েছে। প্রায় আড়াই ঘণ্টা পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

১০ ডিসেম্বর রোববার সকাল ৯টায় কালীগঞ্জের ভোটমারী স্টেশনের কাছেই ভাঙ্গা ব্রিজে ট্রেনটির ইঞ্জিন বিকল হলে ওই পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে লালমনিরহাট থেকে একটি বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটি সচল করা হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

তুষভান্ডার স্টেশন মাস্টার জামান মাহমুদ আপেল জানান, সকালে পার্বতীপুর থেকে আসা একটি ৬৫নং কমিউটার ট্রেন ভোটমারী স্টেশনের কাছে ভাঙ্গা ব্রিজে গিয়ে বিকল হয়ে যায়। পরে লালমনিরহাট স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন পাঠিয়ে ওই ট্রেনটি সকাল সাড়ে ১১টার দিকে উদ্ধার করা হয়।

বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গাজীপুরে ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
১৮ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৪:৫৬