• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫৫:৪৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫৫:৪৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

টানা ৩ দিন সূর্যের দেখা নেই দিনাজপুরে

১৬ জানুয়ারী ২০২৪ সকাল ১১:৩১:৪৮

টানা ৩ দিন সূর্যের দেখা নেই দিনাজপুরে

দিনাজপুর প্রতিনিধি: ঘন কুয়াশা ও তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ। গত তিন দিন ধরে এক টানা দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের এই জেলাটিতে। সূর্যের দেখা নেই, দিনব্যাপী কুয়াশার চাদরে ঢাকা থাকছে সবকিছু। বৃষ্টির মতো ঝিরঝির করে ঝরছে কুয়াশা। সড়ক ও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে দূরপাল্লার যানবাহনগুলো। দিনভর ঠান্ডা বাতাসে বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। সাধারণ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে উঠেছে।

১৬ জানুয়ারি মঙ্গলবার সকাল ৯টায় দিনাজপুরে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দিনাজপুর আবহাওয়া কার্যালয়ের তথ্য মতে, এ সময় বাতাসের আর্দ্রতা ৯৬ শতাংশ ছিলো । 

দিনাজপুর আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, জেলায় বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। দিনাজপুরে একটানা তিন দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আকাশের উপরিভাগে ঘন কুয়াশা থাকায় সূর্যের তাপ ভূপৃষ্ঠে পুরোপুরি আসছে না। এ জন্য বেশি শীত অনুভূত হচ্ছে। এ সপ্তাহেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা আরও কমে যেতে পারে।

সরেজমিনে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় কুয়াশার কারণে বিপর্যন্ত মানুষের বেহাল দশা। শীতে বাজার-ঘাট প্রায় মানুষ শূন্য। এদিকে প্রচণ্ড শীতে নানান ধরণের ঠান্ডাজনিত রোগও দেখা দিচ্ছে। বিশেষ করে বৃদ্ধ ও শিশুরা আক্রান্ত হচ্ছে জ্বর, ঠান্ডা ও কাশির মতো বিভিন্ন সমস্যায়।

দিনাজপুরের সিভিল সার্জন ডা. এএইচএম বোরহানুল ইসলাম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, তীব্র এই শীতের কারণে শিশু ও বৃদ্ধদেরকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। শীতের প্রকোপ আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

সব সময় গরম খাবার ও গরম পানি খেতে হবে। সঙ্গে প্রচুর পরিমাণে মৌসুমি শাকসবজি খেতে হবে। এ সময় সবাইকে খেজুরের কাঁচা রস খাওয়ার ব্যাপারেও সতর্ক করেন এ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩