• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:২৪:২০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:২৪:২০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ডাক্তার হলেন মতলব উত্তরের মেয়ে ফরহানা কবির দিনা

৯ অক্টোবর ২০২৩ দুপুর ০১:০৬:৫২

ডাক্তার হলেন মতলব উত্তরের মেয়ে ফরহানা কবির দিনা

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলাধীন ফরাজীকান্দি ইউনিয়ন সরদারকান্দি গ্রামের মেয়ে ফারহানা কবির দিনা কৃতিত্বের সাথে তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছেন। তিনি ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে এমবিবিএস পাশ করেন।

ফারহানা কবির দিনা ২০১৪ সালে এসএসসি ও ২০১৬ সালে এইচএসসি পরীক্ষায় এমইএইচ আরিফ কলেজ থেকে কৃতিত্বের সহিত পাশ করেন।

তার বাবা মো. কবির হোসেন প্রধান একজন ব্যবসায়ী। মেয়ের এমন কৃতিত্বে তিনি বলেন, আমার মেয়ে ফারহানা কবির দিনা একজন ডাক্তার হিসেবে দেশ ও এলাকার মানুষের সেবায় নিয়োজিত থাকবে। গরিব ও দুঃখী মানুষের চিকিৎসা করবে। আমার পরিবার সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, আমার মেয়েও সেটা করবে। আমি আমার মেয়ের জন্য দোয়া প্রার্থনা করছি।

সদ্য এমবিবিএস করা ফারহানা কবির দিনা বলেন, আল্লাহর নিকট শুকরিয়া, আমি ফাইনাল পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ হয়েছি। মেডিকেল শিক্ষা জীবনের কঠিন সময়গুলোতে যারা আমাকে সাহস যুগিয়েছেন, পাশে থেকেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি দেশের অসহায় মানুষদের চিকিৎসাসেবা দিতে চাই। আমি সকলের কাছে দোয়া কামনা করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩