• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩৩:০১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩৩:০১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন করায় ২৩ ট্রাক ও ৮ স্কেভেটর জব্দ

১৮ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:৪৮:২৬

পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন করায় ২৩ ট্রাক ও ৮ স্কেভেটর জব্দ

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরে রাতের আধারে অবৈধ বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় ৮টি স্কেভেটর ও ২৩টি ট্রাক জব্দ করা হয়।

১৮ এপ্রিল বুধবার দিবাগত ভোররাতে ধলার মোড় শহর রক্ষা বাঁধ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিক ট্রাক ও স্কেভেটর ফেলে পালিয়ে যান চালকসহ অন্যান্যরা। 

প্রশাসন বলছে, দস্যুরা শতাধিক ডাম্প ট্রাক ও স্কেভেটর দিয়ে শহররক্ষা বাঁধ ঘেঁষে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বালু উত্তোলন করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম । এ সময় পুলিশ সদস্যদের পাশাপাশি অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুল ইসলাম জানান, জব্দকৃত ড্রাম ট্রাক ও স্কেভেটরগুলো পুলিশি প্রহরায় রাখা হয়েছে। অপরাধীরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দ্রুততম সময়ের মধ্যে পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩