• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০৭:৫৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০৭:৫৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

লক্ষ্মীপুরে ১৫ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

২৯ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০১:০১:৫০

লক্ষ্মীপুরে ১৫ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর শহরের অবৈধ বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের বিরুদ্ধে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ। ২৮ ফেব্রুয়ারি বুধবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স, পরিবেশ ছাড়পত্রসহ বিভিন্ন কাগজপত্র না থাকায় ১৫টি প্রতিষ্ঠানকে বন্ধের নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় শহরের নিরাময় হাসপাতাল (প্রা:)কে ৫ হাজার টাকা, নিউ নিরাময় ডায়াগনস্টিক সেন্টারকে ১ হাজার টাকা ও আলআমিন ডায়গনস্টিক সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস জানান, স্বাস্থ্য অধিপ্তরের নির্দেশনা অনুযায়ী অভিযান চলছে। অভিযানের অংশ হিসেবে বুধবার অবৈধভাবে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করায় ১৫টি প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া আরও তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩