• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:০১:৫০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:০১:৫০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ছাত্রলীগকে নিষিদ্ধ করায় ডিআইইউ’তে মিষ্টি বিতরণ

২৪ অক্টোবর ২০২৪ বিকাল ০৪:৪৬:৩৮

ছাত্রলীগকে নিষিদ্ধ করায় ডিআইইউ’তে মিষ্টি বিতরণ

ডিআইইউ প্রতিনিধি: ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করায় আনন্দ মিছিল করেছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

২৪ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে আনন্দ মিছিলটি বিশ্ববিদ্যালয়টির নতুন ভবন থেকে শুরু হয়ে পুরাতন ভবনের সামনে গিয়ে শেষ হয়। আনন্দ মিছিলে শিক্ষার্থীরা ‘ছাত্রলীগ জঙ্গি-খুনি হাসিনার সঙ্গী, ‘এইমুহূর্তে খবর এলো-জঙ্গিলীগ মারা গেলো’ ইত্যাদি স্লোগান দেন।

এসময় শিক্ষার্থীরা বলেন, ছাত্রলীগ একটি জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন। তারা ছাত্র হত্যা থেকে শুরু করে চাঁদাবাজি, ধর্ষণ, দুর্নীতি, দেশদ্রোহী ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত এটা সবার কাছে স্পষ্ট। এছাড়াও বিভিন্ন জায়গায় তাদের উত্থান লক্ষ্য করা যাচ্ছে যা সাধারণ শিক্ষার্থীদের জন্য হুমকি। গত কয়েক দিনে তারা বিভিন্ন জায়গায় অনেক শিক্ষার্থীর উপর হামলা চালিয়েছে। আমরা কয়েকদিন ধরে ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে এসেছি এবং সরকারের কাছে দাবি করেছে ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য। গতকাল অন্তবর্তীকালীন সরকার প্রজ্ঞাপন জারির মাধ্যমে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এতে আমরা সাধারণ শিক্ষার্থীরা অনেক খুশি।

এর আগে, গত কয়েকদিন ধরে ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের মুখে বুধবার ছাত্রলীগকে নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার প্রজ্ঞাপন জারি করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩