শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলা প্রশাসনের নিয়ন্ত্রিত পার্কের ডিজিটাল স্ক্রিনে এবার ভেসে উঠলো ‘শেখ এর বেটি আসবেই জয় বাংলা জয় শেখ হাসিনা’। ইতোমধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
২ ফেব্রুয়ারি রোববার দুপুরে ‘শরীয়তপুর জেলা ছাত্রলীগ’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি আপলোড করা হয়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, শরীয়তপুর জেলা শিল্পকলা অ্যাকাডেমির মাঠের পূর্ব পাশে জেলা প্রশাসনের নিয়ন্ত্রিত শরীয়তপুর পার্ক। পার্কটি মূলত শিশুদের জন্য। পার্কটির প্রবেশপথের ডানপাশে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের উপরে থাকা ডিজিটাল স্ক্রিনে শেখ এর বেটি আসবেই, জয় বাংলা, জয় শেখ হাসিনা’ লেখাটি প্রদর্শিত হয়।
ভিডিওটি রোববার আনুমানিক দুপুর ৩ টার দিকে ‘শরীয়তপুর জেলা ছাত্রলীগ’ নামের আইডি থেকে আপলোড করা হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, শরীয়তপুর শিল্পকলা শিশুপার্কের সামনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। ১৯ সেকেন্ডের ভিডিওটি এখন পর্যন্ত অন্তত ২৫ হাজারের উপরে ভিউ হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, বিষয়টি গতকাল সন্ধ্যায় আমাদের নজরে এসেছে। তাৎক্ষণিকভাবে সেখানে থাকা বোর্ডটি খুলে ফেলা হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামীকালের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিবে। এছাড়া সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available