কুমিল্লা প্রতিনিধি: অপারেশন ডেভিল হান্টে কুমিল্লায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তিন থানার গ্রেফতার তিনজনই আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী।
৯ ফেব্রুয়ারি রোববার কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার তিনজন হলেন- নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদর দক্ষিণ উপজেলার একটি ইউনিয়নের সদস্য ফয়সাল তানভীর তামিম (১৭), মুরাদনগর উপজেলার ৫ নম্বর পূর্বধইর (পশ্চিম) ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক জীবন মিয়া (৪৫) ও দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের যুবলীগের সদস্য আলাউদ্দিন অজি (৪৮)।
গ্রেফতারদের মধ্যে তামিমকে শিশু আদালতে পাঠানো হয়েছে। জীবন মিয়ার বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলা রয়েছে।
এছাড়া আলাউদ্দিন অজি ৫ আগস্ট উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে গুলি করে বাবু নামের একজনকে হত্যার মামলায় এজাহারনামীয় আসামি।
পুলিশ কর্মকর্তা আরাফাতুল ইসলাম বলেন, আমরা অভিযান চালিয়ে এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available