• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৩১:৪৮ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৩১:৪৮ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

ওমানের মাধ্যমে ট্রাম্পের চিঠির জবাব দিয়েছে ইরান

২৯ মার্চ ২০২৫ দুপুর ১২:৪৫:০০

ওমানের মাধ্যমে ট্রাম্পের চিঠির জবাব দিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠির আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। চিঠিতে নতুন পরমাণু চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা ২৭ মার্চ বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নিবন্ধে প্রকাশ করেছে যেখানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন ট্রাম্পের চিঠির ইরানি জবাব ‘ওমানের মাধ্যমে যথাযথভাবে পাঠানো হয়েছে’।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, চিঠিতে ইরানি কর্মকর্তারা চাপের মুখে সরাসরি আলোচনা না করার বিষয়ে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

তবে আরাঘচি বলেছেন, তারা পরোক্ষ আলোচনার জন্য রাজি আছেন। জানুয়ারির শুরুতে হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর থেকে ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু ইরানের প্রতিক্রিয়া বা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে ট্রাম্পের চিঠির বিষয়বস্তু সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে, ১২ মার্চ তেহরান সফরের সময় আমিরাতের একজন সিনিয়র কূটনীতিক আনোয়ার গারগাশ ট্রাম্পের চিঠি ইরানি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। ট্রাম্পের ওই চিঠিতেও নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছিল। যদিও তা প্রত্যাখ্যান করা হয় তবে সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকিও দেয় যুক্তরাষ্ট্র। সূত্র: আল জাজিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যাংককে ড. ইউনূস-মোদির বৈঠক
২ এপ্রিল ২০২৫ রাত ০৮:৩৫:৫৭