• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:৪৭:৩৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:৪৭:৩৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মতলব উত্তরে চলছে অবৈধ ড্রেজার ব্যবসা

১১ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৫:৫০:০২

মতলব উত্তরে চলছে অবৈধ ড্রেজার ব্যবসা

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরে ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া স্কুল অ্যান্ড কলেজের উত্তর পার্শ্বে নিষিদ্ধ কাটিং ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে উপজেলা বিএনপি নেতা কামরুজ্জামান ওরফে আপেল মাহমুদ। বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে চরম প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ৩০ শতাংশের অধিক জমিতে বালি ভর্তি করা প্রায় পর্যায়ে আছে। সরকার কর্তৃক নিষিদ্ধ ড্রেজারে বালি উত্তোলন নিষিদ্ধ থাকলেও আপেল মাহমুদ করছেন বীরদর্পে। যেন দেখার কেউ নাই। আপেল মাহমুদ বিগত এক সপ্তাহ যাবত ড্রেজারে বালি উত্তোলন করছেন।

ড্রেজার সংশিষ্ট কাউছারসহ একাধিক ব্যক্তিরা জানান, এখানে আপেল মাহমুদের মাটি ভরাটের কাজ চলছে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার অনুমোদন রয়েছে বলে জানান তারা।

প্রমাণ দেখতে চাইলে ইলিয়াস নামের এক ব্যক্তি জানান, ভূমি কর্মকর্তার অনুমোদন রয়েছে। এ প্রসঙ্গে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কামরুজ্জামনকে একাধিকবার কল করলে তিনি ফোন রিসিভ করেননি।

সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা তদন্তে এসে ড্রেজারের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে যান।

মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান খান বলেন, এর পূর্বেও তাদের একাধিকবার নিষেধ করা হয়েছে। আমার তহশীলদার গিয়ে ড্রেজার বন্ধ করে এসেছে। আমি আগামীকাল যাবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩