• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:০৭:৩১ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:০৭:৩১ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

ইসরাইলের ৩টি ড্রোন ধ্বংস করেছে ইরান

১৯ এপ্রিল ২০২৪ সকাল ১১:২৭:১৫

ইসরাইলের ৩টি ড্রোন ধ্বংস করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার ভোরে প্রথমবারের মতো ইরানের ভূখণ্ডে সরাসরি হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের গুরুত্বপূর্ণ শহর ইসপাহানকে লক্ষ্য করে এ হামলা চালায় ইসরাইল। এখানে একটি বড় বিমান ঘাঁটির পাশাপাশি বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনাও রয়েছে।

তবে ইসফাহানের পারমাণবিক স্থাপনা নিরাপদে আছে বলে জানিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইসফাহানের ওপরে ৩টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, গ্রিনিচ মান সময় প্রায় সাড়ে ১২টার দিকে ইসফাহানের আকাশে তিনটি ড্রোন শনাক্ত করা হয় এবং দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেগুলোকে আকাশেই ধ্বংস করে দেওয়া হয়।

আল জাজিরা বলছে, ‘গ্রিনিচ মান সময় প্রায় ১২:৩০ টায়’ ইসফাহানের আকাশে তিনটি ড্রোন দেখা যায়, এরপর ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং এই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ‘আকাশেই ওই ড্রোনগুলোকে ধ্বংস করে দেওয়া হয়’।

এর আগে ইরানের আধা-সরকারি ফারস নিউজ এজেন্সি জানায়, শুক্রবার ভোরে ইরানের ইসফাহান শহরের উত্তর-পশ্চিমে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফারস জানায়, শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণটি ঘটেছে। তবে বিস্ফোরণের সম্ভাব্য কারণ সম্পর্কে কোনও ব্যাখ্যা দেয়নি এই নিউজ এজেন্সি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ