• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে কার্তিক ১৪৩১ রাত ১০:৩৬:৫৪ (09-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৫শে কার্তিক ১৪৩১ রাত ১০:৩৬:৫৪ (09-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মৃত্যু আলাদা করতে পারেনি তাদের

১৯ জুন ২০২৪ দুপুর ০২:৪৫:৫২

মৃত্যু আলাদা করতে পারেনি তাদের

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে এক তরুণ ও এক কিশোরীর। তারা একটি মোটরসাইকেলে চট্টগ্রামমুখী লেনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। ১৮ জুন মঙ্গলবার বিকেল তিনটার দিকে উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় এ ঘটনা ঘটে।

তবে, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়েছিল নাকি কোন যানবাহনের ধাক্কায় এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক।

নিহত দুজন হলেন- অন্তর (২৩) নামের নিহত ব্যক্তি জামালপুর জেলার অধিবাসী এবং রফিক মিয়ার মেয়ে তানজিয়া (১৭)। তানজিয়ার বাবা মিজমিজি এলাকায় ভাড়া থাকেন বলে জানিয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম সৌরভ হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করেন। তবে এ ঘটনার প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায়নি। নিহত দু’জন একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন তা নিশ্চিত করা গেছে। তারা ঘটনাস্থলেই মারা যান৷ মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে রয়েছে।

পুলিশ আরও জানায়, তদন্তের পর তা জানা যাবে যে তারা কিভাবে মারা গেছেন। তবে প্রাথমিকভাবে দেখা গেছে, ভারি কোনো যানবাহন তাদের শরীরে উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে গেছি।

ওসি রেজায়ুল বলেন, মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশ নিহতদের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দৌলতখানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
৯ নভেম্বর ২০২৪ রাত ০৯:১৪:২৯

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
৯ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৫:৪৮








রংপুরে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার
৯ নভেম্বর ২০২৪ বিকাল ০৫:০৪:১৩