ঢাকা কলেজ প্রতিনিধি: ছাত্রদল পরিচয়ে শিক্ষক হেনস্তা করার প্রতিবাদে ঢাকা কলেজে স্টুডেন্ট রাইটস ওয়াচের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বুধবার বেলা সাড়ে বারোটায় কলেজের মূল ফটকের সামনে এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিক্ষক হেনস্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পরবর্তীতে যেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটতে পারে সে বিষয়ে কলেজ প্রশাসনকে কঠোর হওয়ার জন্য আহ্বান জানান তারা। এছাড়াও যারা এই জঘন্য কাজের সাথে জড়িত তাদের শাস্তির আওতায় এনে বিচার দাবি করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে আব্দুল্লাহ মামুন বলেন, হলের সিট বরাদ্দে আশানুরূপ সিট না পাওয়ায় ছাত্রদল পরিচয়ে কিছু অছাত্র কলেজের অডিটোরিয়ামের ভিতরে স্যারের সাথে খারাপ আচরণ করে। তারা অন্যায়ভাবে নীতিমালার বহির্ভূতভাবে হলে উঠার চেষ্টা করছে। ছাত্র বিপ্লবের পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের অপরাধ এবং বিশৃঙ্খলা করার চেষ্টা করছে।
হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, যারা ফ্যাসিবাদের মতো আচরণ করবে তাদের এই ক্যাম্পাসে ঠাঁই হবে না। এদের শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এরপর কলেজ প্রশাসনের কাছে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। পাঁচ দফা দাবিসমূহ হল-
১. অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
২. বহিরাগতদের দ্বারা ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে।
৩. রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষার্থীদের উপর প্রভাব বন্ধ করতে হবে।
৪. সন্ত্রাস, টেন্ডারবাজ, চাঁদাবাজ এবং দখলদারিত্বসহ সকল অপরাধীদের রোধ করতে হবে।
৫. অনতিবিলম্বে ছাত্রসংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available