• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫৮:৩৭ (05-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫৮:৩৭ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

সংবিধান সংস্কার করতে হবে, ঢাকা কলেজে কেমন বাংলাদেশ চাই আলোচনা সভায় বক্তারা

২৫ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৯:১৯

সংবিধান সংস্কার করতে হবে, ঢাকা কলেজে কেমন বাংলাদেশ চাই আলোচনা সভায় বক্তারা

ঢাকা কলেজ প্রতিনিধি: ২৪ এর বিজয়কে সফলতার দিকে যেতে হলে জনগণের সাথে নিয়ে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে। গঠনতন্ত্র কাউন্সিল গঠন করতে হবে। শেখ হাসিনার সময়ের সংবিধানের মধ্যে ছিল ফ্যাসিস্ট সংবিধান। উন্নত রাষ্ট্র গঠন করতে হলে সার্বজনীন মত তৈরি করতে হবে। আবার বাংলাদেশে ফ্যাসিবাদী যদি আবির্ভাব হয় তাহলে তাদের রুখে দিতে প্রস্তুত থাকতে হবে।

২৫ সেপ্টেম্বর বুধবার ঢাকা কলেজ অডিটোরিয়ামে অভ্যুত্থান পরবর্তী কেমন বাংলাদেশ চাই শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখা। অনুষ্ঠান উপস্থাপনা করেন মইনুল ইসলাম ও নাহিয়ান রেহমান রাহাত।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কবি ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার বলেন, তরুণদের রাজনীতি শিখতে হবে, বুঝতে হবে। জনগণ যখন উত্থিত হয় তখন তাকে গণতন্ত্র বলে। গণতন্ত্রের আইন পরিভাষা জনগণের অভিব্যক্তি। আমাদের বিভিন্ন দোষ আছে সেগুলো কাটাতে হবে। আমাদের বুঝতে হবে রাষ্ট্র ও সরকার এক নয়। বিগত সময়ে পুলিশ সরকারের ছিল, রাষ্ট্রের নয়।

রাষ্ট্র সংস্কারের জন্য তিনটি মূলনীতির প্রস্তাব করা হয়, ১. রাষ্ট্রের কোন অধিকার থাকবে না যাতে ব্যক্তির অধিকার ও মর্যাদা ক্ষুণ্ন হয়। ২. আমরা এমন রাষ্ট্র চাই যা সামষ্টিক স্বার্থ রক্ষা করবে। ৩. রাষ্ট্র প্রাণ, প্রকৃতি, পরিবেশ ও জ্ঞান ও ঐতিহ্য ধ্বংস করতে পারবো না।

বক্তারা বলেন, এই তিনটি মূলনীতি মেনে চললে রাষ্ট্রের সকল নীতি বাস্তবায়ন করা সম্ভব। বাংলাদেশের তরুণরা অভূতপূর্ব এক কাজ করেছে। ফরাসি বিপ্লবের থেকে এ বিপ্লব বেশি গুরুত্বপূর্ণ। এ বিপ্লব আপনারা ব্যর্থতায় পরিণতি হতে দিবেন না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামিক স্কলার ও দার্শনিক মুসা আল হাফিজ বলেন, বাঙালির প্রকৃত ইতিহাস আমাদের জানতে হবে, তাহলে কেউ কোন চেতনা এ জাতির উপর চাপিয়ে দিয়ে স্বৈরাচার ব্যবস্থা কায়েম করতে পারবে না। পূর্ব ভারতের জনগোষ্ঠী তথা বাঙালিরা অত্যাচারী আর্যদের বিরুদ্ধে দীর্ঘ ৫০০ বছর সংগ্রাম চালিয়ে গেছে। এজন্য আর্যরা আমাদের দুর্বৃত্ত বলেছে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে কান্নাজড়িত কণ্ঠে অনুভূতি ব্যক্ত করেন ৫ আগস্টের বিজয় মিছিল থেকে পুলিশের গুলিতে শহিদ সাব্বির হোসেন রনির বাবা মহিউদ্দিন আহমেদ। এছাড়াও আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন কবি ও সাহিত্যিক আব্দুল হাই শিকদার, ডেইলি স্টারের বাংলা বিভাগের প্রধান ইমরান মাহফুজ ও হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ।

আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা কলেজ অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পারভীন সুলতানা হায়দার। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান ইলিয়াস হোসাইন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ-ট্রেজারার রুবেল
৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২০:৪৪





নরসিংদীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ কারবারি আটক
৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২২:২০