ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির (ডিসিডিএস) ২০২৪-২৫ সেশনের জন্য ২৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
৬ অক্টোবর রোববার ডিসিডিএস'র কার্যকরী পরিষদের সুপারিশে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের অনুমোদনে এ কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ২০১৯-২০ সেশনের গণিত বিভাগের শিক্ষার্থী মো. শাহাদাত হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ২০১৯-২০ সেশনের ইংরেজী বিভাগের শিক্ষার্থী আবু বকর সায়েম।
নতুন কার্যনির্বাহী কমিটির চিফ মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান।
ডিবেটং সোসাইটির নতুন দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন, সহ সভাপতি (প্রশাসন) মাহমুদুল হাসান অর্নব, সহ সভাপতি (বিতর্ক ও কর্মশালা) ইবনে মাসউদ স্বরুপ এবং সহ সভাপতি (তথ্য ও গবেষণা) জাহিদ হোসেন হৃদয়।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনজন শিক্ষার্থী। তারা হলেন- আব্দুল্লাহ ফয়সাল, আহসান ফয়েজ নাহিয়ান ও মো. তৌহিদুজ্জামান।
সাংগাঠনিক সম্পাদক আজিজুর রহমান পাভেল, দফতর সম্পাদক রবিউল চোকদার, বিতর্ক সম্পাদক (বাংলা) এ এস এম সায়েম, বিতর্ক সম্পাদক ( ইংরেজি) সাকিব হোসেন, অর্থ সম্পাদক জিহাদ হোসাইন, প্রচার সম্পাদক ইমরান হোসাইন, প্রকাশনা সম্পাদক সাগর খান দিপু, লিয়াজো ও যোগাযোগ সম্পাদক মিজানুর রহমান, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ওমর ফারুক, পরিকল্পনা ও অনুষ্ঠান সম্পাদক ফখরুল ইসলাম তুহিন, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মুনসি কাদের, পাঠাগার সম্পাদক আমিনুর রশিদ এবং নির্বাহী সদস্য হিসেবে চারজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির নতুন দায়িত্বপ্রাপ্ত সভিপতি মো. শাহাদাত হোসাইন বলেন, ঢাকা কলেজকে গৌরবের সাথে প্রতিনিধিত্বকারী অন্যতম স্বনামধন্য বিতর্ক সংগঠন ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি। টেলিভিশন বিতর্কসহ জাতীয় পর্যায়ের বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা কলেজের বিতার্কিকরা তাদের প্রতিভার নৈপুণ্য দেখিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। এমন একটি সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার আমি নিজেকে সম্মানিত মনে করছি। আমার উপর আস্থা রাখার জন্য ঢাকা কলেজ প্রশাসন, মডারেটর প্যানেল এবং ডিসিডিএস'র সিনিয়র ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা ইতোমধ্যে আন্তঃহল, আন্তঃবিভাগ এবং একই সাথে জাতীয় পর্যায়ে আন্তঃকলেজ ও আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করেছি। এসকল পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা চাই। তবে দুঃখের বিষয় হচ্ছে, ক্লাবের সাথে আমার সম্পৃক্ততারও বহু আগে থেকেই ক্লাবের কোনো ভালো অফিসকক্ষ নেই। যে কারণে আমরা কার্যক্রম পরিচালনায় প্রতিনিয়ত বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়েছি। আমাদের নবনিযুক্ত প্রিন্সিপাল অধ্যাপক এ কে এম ইলিয়াস স্যার আমাদেরকে অফিসকক্ষ বরাদ্দ দেবার আশ্বাস দিয়েছেন। আমরা এই আশ্বাসের দ্রুত বাস্তবায়ন দেখতে চাই।
নতুন দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বকর সায়েম বলেন, আমি ডিবেটিং সোসাইটির সকল সদস্যকে সাথে নিয়ে আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে এবং বিতর্ক চর্চার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাআল্লাহ। সে লক্ষ্যে সকলের সহযোগিতা ও শুভকামনা প্রার্থনা করছি।
উল্লেখ্য, বাংলাদেশের বিতর্ক বিপ্লবের সূচনালগ্ন থেকে শিক্ষার্থীদের জন্য ঢাকা কলেজ বিতর্ক ক্লাব বিতর্ক চর্চার কাজ শুরু করে। পরবর্তীতে ২০১০ সালের ১০ জানুয়ারি ঢাকা কলেজ ডিবেটিং ক্লাব থেকে ডিবেটিং সোসাইটি হিসেবে নতুনরূপে যাত্রা শুরু করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available