• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে চৈত্র ১৪৩১ রাত ১০:৩৩:৫৭ (08-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে চৈত্র ১৪৩১ রাত ১০:৩৩:৫৭ (08-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বিজয় দিবস উপলক্ষে ঢাকা কলেজ ছাত্রশিবিরের পিঠা উৎসব

১৭ ডিসেম্বর ২০২৪ সকাল ১০:৪৪:০৪

বিজয় দিবস উপলক্ষে ঢাকা কলেজ ছাত্রশিবিরের পিঠা উৎসব

ঢাকা কলেজ প্রতিনিধি: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও শীতবস্ত্র বিরতণ কর্মসূচি পালন করেছে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবির।

১৬ ডিসেম্বর সোমবার বেলা ৩টায় ঢাকা কলেজ টেনিস গ্রাউন্ডে এই কর্মসূচি পালন করেন কলেজ শাখার নেতৃবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস পিঠা উৎসবের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। এছাড়াও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

পিঠা উৎসবে ১৯টি স্টলে বিভিন্ন বিভাগের স্টলগুলো বর্ণিল সাজে সাজানো হয়। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নিজ হাতে বাড়ি থেকে গ্রাম বাংলার নানা ধরনের পিঠা পুলি তৈরি করে নিয়ে আসেন। সুজি, পাকান, পুলি, হাড়ি, চিতই, ডিম, মোয়া, ভাঁপাসহ নানা রকমের পিঠা বিক্রি করা হয় স্টলগুলোতে।

পিঠা উৎসবে উদ্বোধনী বক্তব্যে শান্তিপূর্ণভাবে সকল দলকে নিজ নিজ কাজ করার আহ্বান জানিয়ে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, জুলাই বিপ্লবের পরে নতুন এই বাংলাদেশে বৈষম্য ও অনাচার যাতে না থাকে সেজন্য সকলকে ভূমিকা পালন করতে হবে। সকল বাংলাদেশি যেন সমভাবে সমান সুযোগ-সুবিধা ভোগ করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তরের সভাপতি আনিসুর রহমান বলেন, পিঠা উৎসব বাঙালির ঐতিহ্য। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিনিয়ত এমন নান্দনিক ও সৃজনশীল অনুষ্ঠান আয়োজন করে আসছে। বিগত ১৫ বছরে ছাত্রশিবির নিয়মিত কার্যক্রমগুলো পরিচালনা করতে পারেনি, বাধা দেওয়া হয়েছে।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, ১৬ ডিসেম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন। ৪৭ এর মূল মেসেজটি হলো পাকিস্তান ও ভারতের সাথে বাংলাদেশের চিন্তা চেতনা, মূল্যবোধের অনেক পার্থক্য ছিল, সংস্কৃতিক পার্থক্য ছিল। মূলত সেই কারণে নতুন একটি রাষ্ট্রের জন্ম হয়েছিল। আমাদের এই দেশের মানুষ ইসলামকে এত বেশি লালন করে, যাতে নিজেদের সংস্কৃতির সাথে ইসলামকে মিশিয়ে চমৎকার একটি বাংলাদেশ গড়ে উঠেছে। ২৪ এর আন্দোলনের পরে নতুন একটি চিন্তার ধারা আমাদের মধ্যে তৈরি হয়েছে, এই প্রজন্মের মধ্যে তৈরি হয়েছে। স্বাধীন, বৈষম্যমুক্ত, ফ্যাসিবাদ মুক্ত, দাসত্বমুক্ত সেই কালচারের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য আল্লাহ আমাদের সেই তৌফিক যেন দান করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সারা দেশে সরকারি ফার্মেসি চালু করছে সরকার
৮ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪১:৪৮

নাসার সঙ্গে চুক্তি করল বাংলাদেশ
৮ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:১৯:৫৩



ধনবাড়ীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
৮ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩৩:০১

সিরাজগঞ্জের সলঙ্গায় ১২টি টিয়ারশেল উদ্ধার
৮ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:৪৫

আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু
৮ এপ্রিল ২০২৫ বিকাল ০৫:৫৮:১৯