বিশেষ প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২২-২৩ সেশনের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ৬ষ্ঠ মেরিট ও মাইগ্রেশনের দাবিতে মানববন্ধন করেছেন।
২০ ডিসেম্বর বুধবার দুপুরে নীলক্ষেত মোড়ে এ সেশনের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা হাতে ব্যানার-পোস্টার নিয়ে মানববন্ধনে অংশ নেয়। তাদের দাবি, আসন খালি থাকা সাপেক্ষে আরও একটি মেরিট ও মাইগ্রেশনের সুযোগ দিয়ে আসন পূরণ করলে অপেক্ষাকৃত বেশি শিক্ষার্থীরা আসন পাবে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থীরা স্নাতক শেষ করতে পারবে।
শিক্ষার্থীরা ধারণা করেন, ঢাবি অধিভুক্ত সাত কলেজে এখনো ৭শ’ থেকে ৮শ আসন খালি আছে। এর মধ্যে অনেক শিক্ষার্থী ভালো পজিশনে থেকেও পছন্দের বিষয় পায়নি। যদি একটা মেরিট ও মাইগ্রেশনের সুযোগ দেওয়া হয়, তাহলে অনেকেই পছন্দের সাবজেক্ট পাবে।
এ বিষয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী বিবি হাজেরা জানান, আমাদের মেরিট দিয়ে দেয়া হোক। যারা কোনো সাবজেক্ট পায়নি, একটা মেরিট দিলে তারা সাবজেক্ট পেত, গত বছর তারাতারি দিয়েছে, আমরা একটা মেরিটের জন্য ঝুলে আছি। আমাদের দাবি, আমাদের বিশেষ মেরিট দিয়ে দেন।
ভর্তিচ্ছু আরেক শিক্ষার্থী আশরাফুল জানান, মানববন্ধনে দূর থেকে শিক্ষার্থীরা আসতে পারছে না। হরতাল অবরোধ না থাকলে অনেকদিন আগেই আন্দোলন শুরু হতো। স্যাররা যদি আমাদের দিকে একবার তাকিয়ে আরেকটি মেরিট ও মাইগ্রেশনের সুুযোগ দেন তাহলে অনেক শিক্ষার্থীই সাবজেক্ট পাবে।
জুবাইয়ের হোসাইন নয়ন বলেন, সাত কলেজের সমন্বয়কের সাথে কথা বলেছি এবং অনেকদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছি। আবেদন-স্মারক লিপি দিয়েছি, এতেও কাজ হয় নি। আর একটা মেরিট দিয়ে সিটগুলো পূরণ করলেই পারে। কিন্তু আমাদের দিকে কেউ তাকাচ্ছেন না।
এদিকে তাদের দাবি না মানলে আবারও বড় পরিসরে আন্দোলনে নামবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available