• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:৫০:১১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:৫০:১১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

খুলনায় ২ দিনব্যাপী তথ্যমেলা শুরু

১২ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:০৪:৫৪

খুলনায় ২ দিনব্যাপী তথ্যমেলা শুরু

খুলনা ব্যুরো: ‘তথ্যের অধিকার: সুশাসনের অঙ্গীকার’ এই শ্লোগানকে সামনে রেখে খুলনা নগরীর জাতিসংঘ শিশু পার্ক চত্বরে দুই দিনব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে।

১২ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ টায় সরকারি ব্রজলাল কলেজের সাবেক অধ্যক্ষ ও সচেতন নাগরিক কমিটি (সনাক) সদস্য প্রফেসর মোহাম্মদ জাফর ইমাম ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে তথ্যমেলার উদ্বোধন করেন। খুলনা জেলা প্রশাসন ও সনাকের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

তথ্যমেলার উদ্বোধনী দিনে তথ্য অধিকার আইন ২০০৯ এর যথাযথ বাস্তবায়ন ও ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের তথ্য মেলায় ২৪টি সরকারি ও ৩টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ২৭ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষার খুলনা বিভাগীয় উপ পরিচালক মোঃ মোসলেম উদ্দিন, খুলনা রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) পরিচালক জিনাত আরা আহমেদ, খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক মামুন মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা সনাকের অ্যাড. কুদরত-ই-খুদা।  অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ক্লাস্টার কোঅর্ডিনেটর ফিরোজ উদ্দিন।

আলোচনা সভায় বক্তারা বলেন, এই তথ্যমেলা তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে একইসাথে স্মার্ট বাংলাদেশ গড়তেও এটা অবদান রাখবে। ওয়েব সাইটের মাধ্যমে এখন প্রায় সকল তথ্যই সেবাগ্রহিতাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং এটি দুর্নীতি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আলোচনা সভার সভাপতি খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব পুলক কুমার মন্ডল বলেন, ‘তথ্য অধিকার আইন-২০০৯’ অনুযায়ী তথ্য দেওয়ার যে বাধ্যবাধকতা রয়েছে, তা নিশ্চিত করতে হবে। সরকারি সকল দফতর তথ্য অধিকার আইন বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর।      

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩