• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:১৫:৪৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:১৫:৪৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আখাউড়ায় ৮ বিদ্যালয় নিলাম দর দেখে অবাক তদন্ত কমিটি

১৬ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০:০৪:৩১

আখাউড়ায় ৮ বিদ্যালয় নিলাম দর দেখে অবাক তদন্ত কমিটি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কম দামে ৮টি বিদ্যালয়ের পুরোনো ভবন বিক্রির অভিযোগ উঠার ঘটনায় গঠিত তদন্ত কমিটি সরজমিনে কাজ শুরু আট বিদ্যালয় এক লাখ ৬৮ হাজারে বিক্রি ভবন ও নিলাম ডাকের দরের তারতম্য দেখে অবাক তদন্ত কমিটি।

১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনভর তারা সংশ্লিষ্টদেরকে সঙ্গে নিয়ে প্রতিটি বিদ্যালয় ঘুরে দেখেন। তদন্ত কমিটি নিলামে উঠা ভবনগুলো দেখে এর দাম নিয়ে বিস্ময় প্রকাশ করেন। এ সময় সঙ্গে থাকা সংশ্লিষ্টদেরকে দাম নির্ধারণ করতে গিয়ে কি ধরণের নিয়ম মানা হয়েছে, কীভাবে দাম ধরা হয়েছে এসব বিষয় জানতে চান।

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া আক্তারসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম শান্তনু চৌধুরী বলেন, আমরা নিলামে উঠা বিদ্যালয় ভবনগুলো ঘুরে দেখছি। তদন্ত কাজ শেষ করে এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

একাধিক সূত্র জানায়, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাঙ্গাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরপুর ক্যাপ্টেন মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরপুর সরকারি প্রাথমি বিদ্যালয়, নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাটামাথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন গত ১ ফেব্রুয়ারি প্রকাশ্য নিলামে মাত্র এক লাখ ৬৮ হাজার টাকায় বিক্রি হয়।

তবে নিলাম ডাককারিরা সমঝোতার মাধ্যমে এর আগে ১১ লাখ টাকা গোপনে ডাকেন। এতে সরকার বিপুল পরিমাণ আয় থেকে বঞ্চিত হয়। অভিযোগ আছে, একটি সিন্ডিকেট আগে থেকেই সংশ্লিষ্টদেরকে ম্যানেজ করে এসব ভবনের মূল্য কম দেখাতে সমঝোতা করেন। বিষয়টি জানাজানি হলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান চার সদস্যের একটি তদন্ত কমিটি করে দেন। এ অবস্থায় ভবনগুলো না ভাঙ্গতে সংশ্লিষ্ট নিলাম ডাককারিদেরকে নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার ওই কমিটির সদস্যরা ভবনগুলো ঘুরে দেখেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩