• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৭:৪৭ (28-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৭:৪৭ (28-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বুটেক্সের নজরুল হলে মারামারির ঘটনায় তদন্ত কমিটি গঠন

২৬ মে ২০২৪ বিকাল ০৫:৪০:১১

বুটেক্সের নজরুল হলে মারামারির ঘটনায় তদন্ত কমিটি গঠন

বুটেক্স প্রতিনিধি: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যায়ের (বুটেক্স) সৈয়দ নজরুল ইসলাম হলে মধ্যরাতে মারামারির ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হল প্রভোস্ট ড. মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নজরুল হলের সহকারী প্রভোস্ট মো. আবুল কালাম আজাদকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। তাছাড়া সহকারী প্রক্টর মো: সুলতান মাহমুদ ও হলের হাউজ টিউটর মো. রিফাত হোসেনকে সদস্য এবং সহকারী প্রভোস্ট মো. মোতাকাব্বির হাসানকে সদস্য সচিব করা হয়েছে।

অফিস আদেশ অনুসারে, তদন্ত কমিটিকে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তপূর্বক পাঁচ কর্মদিবসের মধ্যে যথাযথ সুপারিশসহ লিখিত প্রতিবেদন হল প্রভোস্টের নিকট প্রেরণের অনুরোধ করা হয়।

আজ ২৬ মে রোববার তদন্তের প্রথম কার্যদিবস। তদন্ত কমিটির আহ্বায়ক মো: আবুল কালাম আজাদকে প্রথম কার্যদিবসের কার্যক্রম নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছি ও নির্ধারিত কার্যদিবসের মধ্যে আমরা আমাদের প্রতিবেদন জমা দিব।

তিনি আরও বলেন, মারামারির ঘটনায় কোনো রাজনৈতিক ও অন্য কোনো প্রভাব আমাদের তদন্তে কোনো প্রভাব ফেলতে পারবে না। যারা দোষী তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। আমরা এই বিষয়কে গুরুত্বের সাথে তদন্ত করব।

এর আগে, ২৩ মে বৃহস্পতিবার রাত ১টায় সিনিয়র-জুনিয়রদের পূর্বের ক্রোন্দলের জেড়ে ৬০১নং রুমে মারামারির ঘটনা ঘটার অভিযোগ আসে। রুমটিতে বৃহত্তর ময়মনসিংহের পাঁচজন শিক্ষার্থী থাকতো। সৈয়দ নজরুল ইসলাম হল ও জিএমএজি ওসমানী হলের ৪৬তম ব্যাচের প্রায় ৩০ জন শিক্ষার্থী তাদেরকে ‘গেস্টরুমে’ নেওয়ার জন্য আসে। রুমে শিক্ষার্থীরা গেস্টরুমে যেতে অস্বীকৃতি জানালে ৪৬তম ব্যাচের ৭/৮ জন রুমের ভেতর এসে তাদেরকে জোরপূর্বক গেস্টরুমে নিতে চাইলে বাকবিতন্ডায় জড়ায় এবং মারামারি শুরু হয়। এতে উক্ত মারামারির ঘটনায় নজরুল হলের দুই শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






শহীদ ও আহতদের স্মরণে তিতুমীর কলেজে স্মরণ সভা
২৭ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৩:১২

আকর্ষণীয় মূল্যে বাজারে টেকনো ক্যামন ৩০এস
২৭ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৯:৪৯


জয়পুরহাটে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন
২৭ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১৯:১৩