• ঢাকা
  • |
  • শনিবার ১লা চৈত্র ১৪৩১ রাত ০৯:১১:৪৮ (15-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১লা চৈত্র ১৪৩১ রাত ০৯:১১:৪৮ (15-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

জয়পুরহাটে তাঁতীদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:৩৪:১০

জয়পুরহাটে তাঁতীদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় শহরের ২নং স্টেশন রোডে শহর বিএনপির কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

এরপর বেলা ১১টায় শহীদ ডা.আবুল কাশেম ময়দান থেকে বের করা হয় বর্ণাঢ্য র‍্যালি। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে এসে শেষ হয় । অনুষ্ঠান শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা মতিয়র রহমান, কালাই উপজেলা তাঁতীদলের আহ্বায়ক মনজুরুল হক, ক্ষেতলাল উপজেলা আহ্বায়ক সুজাউল হোসেন ও শহর ছাত্রদলের আহ্বায়ক গোলাম মাহফুজ শুভসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ