• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:১৭:৩৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:১৭:৩৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সবজি খ্যাত মেহেরপুর জেলায় বাড়ছে সর্বনাশা তামাক চাষ

১৯ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:৫৯:৫২

সবজি খ্যাত মেহেরপুর জেলায় বাড়ছে সর্বনাশা তামাক চাষ

মেহেরপুর প্রতিনিধি: সবজী খ্যাত মেহেরপুর জেলায় হু হু করে বাড়ছে সর্বনাশা তামাক চাষ। তামাক কোম্পানির নানা প্রলোভনে পড়ে ধান গম ও সবজি চাষ কমিয়ে কোম্পানিগুলোর চমক প্রদায়ক লোভনীয় অফারের কারণে তামাক চাষের প্রতি অনুরাগী করে তুলছে চাষিদের। তামাক চাষের ফলে একদিকে জমির উর্বরতা কমছে ঠিত তেমনি তামাকের ধোয়ায় শরীরের মারত্বক ক্ষতি হচ্ছে।

তামাক কম্পানিগুলোর লোভনীয় অফারের কারণে মেহেরপুর জেলায় প্রতিবছর নতুন নতুন এলাকায় সম্প্রসারণ হচ্ছে তামাক চাষ। গত বছর ৯০০ একর জমিতে তামাক চাষ হলেও চলতি বছর মেহেরপুর জেলায় ১ হাজারেও বেশি একর জমিতে তামাক চাষ করা হয়েছে। তামাক চাষের ফলে একদিকে জমির উর্বরতা কমছে ঠিক তেমনি তামাকের ধোয়ায় শরীরের মারত্বক ক্ষতি হচ্ছে। কৃষি বিভাগের উদাসীনতা ও তামাক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রলোভনে বাড়ছে সর্বনাশা তামাক চাষ।

তামাক চাষিরা বলছেন, ব্রিটিশ আমেরিকান টোবাকোসহ বিভিন্ন কোম্পানির সার-বীজসহ নানা প্রলোভনে ফাঁদে পড়ে তামাক চাষ করছে। তবে তামাক চাষ শুরু করার পর বাজার থেকে দ্বিগুন মূল্যে সার ক্রয় করতে বাধ্য করছে ব্রিটিশ আমেরিকান টোবাকো। আবার তামাক পোড়ানোর পর বিক্রি করতে গেলে তামাক কোম্পনির প্রতিনিধির বিশেষ নজর না থাকলে মূল্যে কম দেয়াসহ অনেক সময় তামাক ফেরত পাঠানো হয়।

তবে প্রকৃত চাষিদের কাছে বিশেষ বিশেষ প্রণোদনা নিশ্চিত করা হলে প্রান্তিক চাষিদের শস্য উৎপাদনে আগ্রহী হয়ে উঠতে পারে। এক সময় জেলার উৎপাদিক সবজি ও খাদ্য পণ্য এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করতো। কিন্তু তামাক কোম্পানির আগ্রাসনে কমে গেছে সবজি ও খাদ্য পণ্য উৎপাদন। তামাক উৎপাদনকালীন, প্রক্রিয়াজাতকরণ, ব্যবহারকালীন এবং সর্বশেষ বর্জ্য পর্যন্ত সব পর্যায়ে যেমন জনস্বাস্থ্যের ক্ষতি করছে একইরকমভাবে পরিবেশের ক্ষতি করছে।

তামাক চাষিরা বলেন, ব্রিটিশ আমেরিকান কোম্পানি সার-বীজসহ নানা সুবিধা দিয়ে থাকে। এজন্য জমির ক্ষতি হলেও তামাক চাষ করেন তারা। চাষিরা আরো বলেন, তামাকের চেয়ে সবজিতে লাভ বেশি, কিন্তু তামাক কোম্পানি যে সুবিধা দেয় কৃষি বিভাগ সে সুবিধা দেয় না। তাই অনেকেই তামাক চাষ করে।

গাংনীর সমাজউন্নয়ন কর্মী নুরুল ইসলাম রিন্টু বলেন, তামাকচাষে জমির উর্বরতা কমার পাশাপাশি মানব দেহের ক্ষতি হচ্ছে। এছাড়া তামাক কোম্পানির বিভিন্ন প্রলোভনদিলেও পরে প্রকৃত মূল্য না দিয়ে কৃষকদের সাথে প্রতারণা করে। এছাড়া তামাক কোম্পানি বেশি দামে সার কিনতে বাধ্য করে চাষিদের।

এ বিষয়ে ব্রিটিশ আমেরিকান কোম্পানির মেহেরপুর ম্যানেজার হাসিব আলীর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কোনো সাড়া দেননি।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুপ্রভা রানী বলেন, তামাক সেবন ও ধোয়ায় ক্যান্সারসহ কঠিন ও জটিল রোগে আক্রান্ত হচ্ছে।

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, তামাক চাষ গত বছরের তুলনায় কিছুটা বেড়েছে। তবে তামাক চাষ নিরুসাহিত করার জন্য কাজ করছেন তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩