জ্যেষ্ঠ প্রতিবেদক: হাইকোর্টের এক আদেশে অনলাইন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য অপসারণের কাজ শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ২৯ আগস্ট মঙ্গলবার বিটিআরসির আইনজীবী খোন্দকার রেজা-ই-রাকিব বিষয়টি আদালতকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২৮ আগস্ট সোমবার হাইকোর্ট তারেক রহমানের সকল বক্তব্য অনলাইন থেকে রিমুভ করার নির্দেশ দিয়েছেন। আমরা সোমবারে ল-ইয়ার সার্টিফিকেট হাতে পেয়েছি। ইতোমধ্যে বিটিআরসির একটি টিম তারেক রহমানের বক্তব্য অনলাইন থেকে আপসারনের কাজ শুরু করেছে। আমরা আশা করছি কয়েকদিনের মধ্যেই তারেক রহমানের সকল বক্তব্য অনলাইন থেকে অপসারন করা সম্ভব হবে। আমরা হাইকোর্টের আদেশের সার্টিফায়েড কপির জন্য অপেক্ষা করছি।
২৮ আগস্ট সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক দেওয়া সকল বক্তব্য অনলাইন থেকে সরানোর জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available