• ঢাকা
  • |
  • সোমবার ১১ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৫৮:৫৪ (25-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১১ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৫৮:৫৪ (25-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

রংপুরে তিস্তা ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

১১ মার্চ ২০২৪ সকাল ১০:১২:২৭

রংপুরে তিস্তা ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

রংপুর ব্যুরো: মানসম্পন্ন শিক্ষাবিস্তার ও গবেষণা সম্প্রসারণের লক্ষ্যে রংপুরে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে তিস্তা ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির ২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) লেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

১০ মার্চ রবিবার বেলা ১১টায় তিস্তা ইউনিভার্সিটি ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় আমন্ত্রিত অতিথিবৃন্দ।

পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সঞ্জীব চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষক আফিফা ইশরত চেতনার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিস্তা ইউনিভার্সিটির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম।

সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর আশাবাদ ব্যক্ত করে বলেন, তিস্তা ইউনিভার্সিটিতে কোন সেশনজট থাকবে না। সেশনজটের কবলে কোন শিক্ষার্থীর সময় নষ্ট হবে না।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, প্রথম দিন থেকেই সময়কে কাজে লাগাতে হবে। বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবের যুগে নিজেকে তৈরি করতে হলে বেশি বেশি বই পড়তে হবে। এ বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত পরিমান বই-পুস্তকসহ ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে। তাই ছাত্র ছাত্রীদের লাইব্রেরিমুখী হতে হবে। নিজেকে কেবল ক্লাসরুমের মাঝেই সীমাবদ্ধ রাখলে চলবে না, একাডেমিক পড়ালেখার পাশাপাশি এক্সাট্রাকারিকুলাম এক্টিভিটি থাকতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে তিস্তা ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান আশরাফুল আলম আল-আমিন মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় যে গুরুত্ব দিয়েছেন রংপুর অঞ্চলে তিস্তা ইউনিভার্সিটি অনুমোদনের মাধ্যমে তা আবারো প্রকাশ পেয়েছে।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন সরকার, রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বাবলু, মেম্বার সেক্রেটারি রবিউল ইসলাম মৃদুল। আরও বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উমর ফারুক, বেগম রোকেয়া সরকারি মহিলা কলেজের শিক্ষক ড. মাগফুর হোসেন ও ড. শ্বাশত ভট্টাচার্য।

এ সময় উপস্থিত ছিলেন, ট্রাস্টিবোর্ডের সহ-সভাপতি মোছা. বিথী আফরোজ, সদস্য আবু হেনা মোস্তফা কামাল, মো. তরিকুল ইসলাম, মো. মাগরেব আলীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভূঞাপুরে ঋণের প্রলোভনে ঢাকায় যাওয়ার পথে আটক ১৩
২৫ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৯:০১

শিক্ষার্থীদের সংঘর্ষে কেউ নিহত হয়নি: ডিএমপি
২৫ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৪২:০৫





নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ১৪ ডাকাত গ্রেফতার
২৫ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০২:৩০