ময়মনসিংহ প্রতিনিধি: কর্মবিরতির পর ময়মনসিংহের বিভিন্ন থানার কার্যক্রম শুরু হয়েছে। ১২ আগস্ট সোমবার সকালে জেলার ভালুকা মডেল থানায় আনুষ্ঠানিকভাবে সেবা কার্যক্রম শুরু হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আবিদুর রহমান ও জেলা পুলিশ সুপার মাসুম আহম্মদ ভূঞা ভালুকা মডেল থানা পরিদর্শন করেন।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, তারা দেশের উদ্ভুত পরিস্থিতিতে সকল অফিসার ও পুলিশ সদস্যগণ থানা অভ্যন্তরেই অবস্থান করছিলেন। আজ হতে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় সকল প্রকার নিরাপত্তা ডিউটি (টহল ডিউটি) পালন ও সব ধরনের পুলিশি সেবা কার্যক্রম শুরু করেছেন।
ওসি জানান, সোমবার থানা পরিদর্শনে আসা ডিআইজি মহোদয় তাদেরকে অতীত থেকে শিক্ষা নিয়ে সেবা নিতে আসা জনগণের নিরাপত্তা বিধানসহ কেউ যেন কোন প্রকার হয়রানির শিকার না হয়, সেদিকে খেয়াল রেখে দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available