• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৪৪:২৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৪৪:২৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে পর্যটকদের উপচে পড়া ভিড়

১৩ এপ্রিল ২০২৪ দুপুর ০২:৩০:৫২

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে পর্যটকদের উপচে পড়া ভিড়

বাগেরহাট প্রতিনিধি: ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ এই দুই উৎসবে টানা ছুটিতে পর্যটকদের ভিড় বাড়ছে সুন্দরবনের করমজলসহ অন্যান্য পর্যটক স্পটে।

বনবিভাগ সূত্রে জানা যায়, ঈদের সঙ্গে পহেলা বৈশাখ, একসঙ্গে দুটি উৎসবের ছুটি পেয়ে মনের আনন্দে মাতোয়ারা সব বয়সী মানুষ। টানা ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় ছিল সুন্দরবনের করমজলে। ঈদের দিন লোকজন কিছুটা কম থাকলেও ১২ এপ্রিল শুক্রবার সকাল থেকেই সুন্দরবনের পর্যটন স্পট করমজলে ঢল নামতে শুরু করে পর্যটকদের।

এ বিষয়ে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ঘুরতে আশা মো. কামাল শেখ নামের এক পর্যটকের কাছে তার অনুভূতির কথা জানতে চাইলে তিনি এশিয়ান টিভি অনলাইনকে বলেন, এবার ঈদের আনন্দ আরও বাড়াতে পৃথিবীর শ্রেষ্ঠ ম্যানগ্রোভ সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে আমরা অনেক দূর থেকে  ছুটে এসেছি। প্রকৃতির অপরূপ লীলাভূমির রাজকন্যা সুন্দরবন দেখে আমরা সকলে অনেক মনো-মুগ্ধ হয়েছি।

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ঘুরতে আশা সাংবাদিক অতনু চৌধুরী বলেন, একদিকে আমাদের ভ্রমণ মৌসুম, অন্যদিকে দুইটি উৎসবের ছুটি আর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আমরা বন্ধুবান্ধব ও পরিবার নিয়ে এসেছি। সত্যি বলতে আমরা আমাদের নয়ন ভরে দেখছি এই প্রকৃতির নিজ হাতে গড়া সুন্দরবনের অপরূপ সৌন্দর্যে ভরা এই সুন্দরবনকে।

এ বিষয়ে পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও পর্যটক স্পটের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, ঈদু ফিতর ও পহেলা বৈশাখের টানা ছুটিতে পর্যটক বাড়বে, তাই আগে থেকেই দৃষ্টিনন্দন স্থাপনা ও অবকাঠামো নির্মাণ করা হয়েছে। এক্ষেত্রে আসা পর্যটকরা আরও বেশি বিনোদন পাবেন এবং রাজস্ব আদায়ও ভালো হবে। সেইসাথে ভ্রমণ পিপাসু ও দর্শনার্থীরাও যাতে নির্বিঘ্নে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে পারে সে জন্য আমাদের বনরক্ষীরা টহলরত অবস্থায় সব সময় প্রস্তুত আছে এবং থাকবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩