• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৯:০৮:২৭ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৯:০৮:২৭ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

দাবানলে পুড়েছে যুক্তরাষ্ট্রের মাউই দ্বীপ, নিহত ৫৩

১১ আগস্ট ২০২৩ বিকাল ০৪:৪৬:৫৭

দাবানলে পুড়েছে যুক্তরাষ্ট্রের মাউই দ্বীপ, নিহত ৫৩

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের মাউই দ্বীপে দাবানলের কারনে নিহত হয়েছে ৫৩ জন। মাউই দ্বীপের পর্যটন স্পট লাহাইনা শহরে এ দাবানলের ঘটনা ঘটে। সিবিএস নিউজের খবরে বলা হয়েছে, শহরের বেশিরভাগ অংশই বিধ্বস্ত হয়েছে।

খবরে আরও বলা হয়, দাবানলের কারনে যুক্তরাষ্ট্রের এ অঞ্চল থেকে কয়েক হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জনে। দাবানল এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দার একে ভয়াবহ বিপর্যয় বলে অভিহিত করেছেন।

হাওয়াইয়ের গভর্নর জশ গ্রিন মার্কিন জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার ২ হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে ছিলো। ১১ হাজার মানুষ বিদ্যুৎ বিহীন অবস্থায় আছে।  দাবানলের কারনে ১ হাজার ৭০০ ভবন পুরোপুরি পুড়ে গেছে। কয়েক বিলিয়ন ডলারের সম্পত্তি ধ্বংস হয়ে গেছে।

উদ্ধার তৎপরতা চালু আছে বলে উল্লেখ করেছে স্থানীয় জরুরি সেবা বিভাগ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি এড়াতে কর্তৃপক্ষ আশপাশের এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়েছে, বন্ধ করে দেয়া হয়েছে সব সড়কপথ। এ ছাড়া দ্বীপটিতে নতুন করে কাউকে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে না। চার হাজার পর্যটক এই মুহুর্তে দ্বীপরাজ্যটিতে আটকা পড়ে আছে ।

ইতোমধ্যে হাওয়াই এর আশপাশের এলাকা খালি করাসহ এই অঞ্চলে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। চার হাজারের মত পর্যটক আটকা পড়েছেন দ্বীপরাজ্যটিতে।

হাওয়াইয়ের গভর্নর সিলভিয়া লিউক এক সংবাদ সম্মেলনে বলেন, সরিয়ে নেয়াদের আশ্রয় দিতে আশ্রয়কেন্দ্রগুলোতে এখন ধারণক্ষমতার অতিরিক্ত লোকজন অবস্থান করছে। দ্বীপের ৩৫ হাজারের বেশি মানুষ, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং অবকাঠামো ঝুঁকির মধ্যে আছে।

দ্বীপের জরুরি ব্যবস্থাপনা সংস্থা বুধবার এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার ভোরে মার্কিন যুক্তরাষ্ট্রের এ দ্বীপ রাজ্যে দাবানল শরু হয়। হারিকেন ডোরার কারণে সৃষ্ট প্রবল বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়াচ্ছে। বাঁচার জন্য অনেকেই সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন।

গভর্নর জোশ গ্রিন বলেছেন, মাউই দ্বীপের প্রধান আকর্ষণীয় পর্যটন স্পট লাহাইনারসহ বেশিরভাগ এলাকাই এখন ধ্বংসস্তুপে পরিনত হয়েছে। কয়েকশ স্থানীয় পরিবার হয়েছে বাস্তুচ্যুত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে বিএনপির জনসভা অনুষ্ঠিত
২৪ নভেম্বর ২০২৪ সকাল ০৯:০৩:২৬




বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ
২৪ নভেম্বর ২০২৪ সকাল ০৭:৫৪:৫২