• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩৪:১৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩৪:১৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাভারে চাঞ্চল্যকর নয়ন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন

২ অক্টোবর ২০২৪ সকাল ১১:৪৬:০৯

সাভারে চাঞ্চল্যকর নয়ন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন

সাভার প্রতিনিধি: আওয়ামী লীগের স্বৈরশাসকের আমলে ক্রসফায়ারের নামে সাভার পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম নয়নকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী। ২ অক্টোবর বুধবার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বাসা থেকে নয়নকে আটক করেন সাভার মডেল থানার তৎকালীন এসআই তন্ময় কুমার বিশ্বাস, এএসআই আহসান হাবিব ও কনস্টেবল মামুনসহ কয়েকজন পুলিশ সদস্য।

রাতে বিরুলিয়া ইউনিয়নের কৃষিবিদ নার্সারির সামনে নিয়ে চোখ বেঁধে নয়নকে গুলি করে হত্যা করে মরদেহ ফেলে রেখে পুলিশ। পরের দিন পুলিশের পক্ষ থেকে প্রচার করা হয় ডাকাত ও মাদক ব্যবসায়ীদের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন।

নয়নের স্বজনরা দাবি করেন, নয়ন মাদক ব্যবসা বা সন্ত্রাসী কর্মকাণ্ডে কখনোই যুক্ত ছিলেন না। তিনি সাভার পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। বিএনপি করার কারণে তার নামে দুই ডজন রাজনৈতিক মামলা চাপিয়ে দেওয়া হয়। রাজনৈতিক কারণেই তাকে আইনশৃঙ্খলা বাহিনী গুলি করে হত্যা করে।

মানববন্ধন থেকে বক্তারা আরও বলেন, নয়নকে হত্যার পর ঢাকা-১৯ আসনের তৎকালীন সংসদ সদস্য ডা. এনামুর রহমান একটি পত্রিকার সাক্ষাৎকার দিয়ে পাঁচজনকে ক্রসফায়ার দিয়েছেন বলে নিজেই স্বীকার করেন। আওয়ামী লীগ নেতা ডা. এনামের নির্দেশেই আইনশৃঙ্খলা বাহিনী নয়নকে হত্যা করেছে।

ডা. এনামসহ নয়নকে হত্যায় সরাসরি জড়িত সাভার মডেল থানার তৎকালীন ওসি এস এম কামরুজ্জামান, ওসি (তদন্ত) মাহফুজুর রহমান, সার্কেল এএসপি মাহবুবকে বিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। মানববন্ধনে নিহত নয়নের পরিবারের সদস্য, তার রাজনৈতিক সহকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩