• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৬:০৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৬:০৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফরিদপুরে পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩

১৭ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:৩৪:২৭

ফরিদপুরে পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ১৭ ফেব্রুয়ারি শনিবার বিকেলে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম।

এর আগে, ১৬ ফেব্রুয়ারি শুক্রবার রাতে ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকা থেকে ঐ তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- ফরিদপুরের নগরকান্দা উপজেলার সুতারকান্দা এলাকার আফতাব মোল্লার ছেলে মিরান মোল্লা (৫৫), একই উপজেলার পুড়াপাড়া এলাকার আজিজুল হক মোল্লার ছেলে আক্কাছ মোল্লা (৪৫) ও পার্শ্ববর্তী সালথা উপজেলার পুরুরা গ্রামের মৃত আব্দুল কাদের মাতুব্বরের ছেলে বিল্লাল মাতুব্বর (৬২)।

মোর্শেদ আলম জানান, ফরিদপুরে স্বচ্ছ ও মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য ১৬ ফেব্রুয়ারি শুক্রবার পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে আবেদনকারী প্রার্থীরা যাতে কোনো দালাল চক্রের দ্বারা প্রতারণার শিকার না হন সে লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশ মাঠে  কাজ করে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি প্রতারকচক্র কনস্টেবল পদে নিয়োগের অভিনব কায়দায় প্রার্থীর অভিভাবকদের প্রতারিত করছে।

তিনি বলেন, সাধনা বিশ্বাস নামে এক মহিলা তার মেয়ে দীপা রাজবংশী কনস্টেবল পদে চাকরি প্রত্যাশী ছিল। প্রতারকচক্র পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে আট লক্ষ টাকা চুক্তি করে চাকরি দেওয়ার কথা বলে স্ট্যাম্প ও চেক নেয় তার কাছে থেকে। কিন্তু তার মেয়ের চাকরি হয়নি।

তিনি আরও বলেন, পরে বাদী কোতোয়ালী থানায় একটি এজাহার দায়ের করলে ডিবি পুলিশ ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রতারণার অভিযোগে ওই তিন ব্যক্তিকে গ্রেফতার করে। পরে তাদের নিকট থেকে ১৪টি চেক, ৮টি স্টাম্প এবং একাধিক আবেদন পত্র উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন, মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ হান্নান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩