• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০৩:০৭:২৩ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০৩:০৭:২৩ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শিবচরে লোহার দরজা চাপায় পাহারাদারের মৃত্যু

৩ আগস্ট ২০২৪ দুপুর ১২:২০:৪৬

শিবচরে লোহার দরজা চাপায় পাহারাদারের মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: লোহার ভারী দরজা চাপা পড়ে মর্মান্তিক ভাবে কাদির হাওলাদার (৫৫) নামে এক পাহারাদারের মৃত্যু হয়েছে।

৩ আগস্ট শনিবার ভোরে আনুমানিক ৫টার দিকে মাদারীপুর শিবচরে মাদবরের চর ইউনিয়নের বেইলি ব্রিজ বাজারে এই দুর্ঘটনা ঘটে ।

নিহত কাদির হাওলাদার ( ৫৫) শিবচর উপজেলার বাখরের কান্দি গ্রামের মৃত মুসলেম হাওলাদার ছেলে। তিনি স্থানীয়ভাবে বেইলি ব্রিজ বাজারে পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, কাদির হাওলাদার সারারাত ডিউটি করে ভোর রাতে বৃষ্টির কারণে রাসেল মিয়ার গ্রিল-ওয়ার্কশপের দোকানে যান। 
বন্ধ দোকানের সামনে খারাভাবে একটি লোহার দরজা রাখা ছিল। কাদির লোহার দরজাটিতে নাড়াচাড়া করলে হঠাৎ করে লোহার দরজাটি তার শরীরের উপরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দরজাটির ওজন প্রায় ৩২৫ কেজি ছিল।

মাদবরেরচর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ ফজলুল হক মুন্সী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শিবচর থানার এসআই আল-আমিন হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১