• ঢাকা
  • |
  • রবিবার ৫ই মাঘ ১৪৩১ রাত ০১:১৬:১৬ (19-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৫ই মাঘ ১৪৩১ রাত ০১:১৬:১৬ (19-Jan-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

ঘুষ-দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: জামায়াত আমির

১৮ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:৫৮:৪৭

ঘুষ-দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গাছকাটা পড়েছে, কিন্তু আগাছা রয়ে গেছে। স্বৈরাচার পালিয়েছে, তার দোসররা আছে। দেশটাকে গড়ে তোলার স্বার্থে তাদের বিরুদ্ধে আবারও যুদ্ধ করতে হবে। ১৭ জানুয়ারি শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, এখন আর রাতারাতি কিছু করা যাবে না। ঘুষ-দুর্নীতি বন্ধ করতে হবে। চাঁদাবাজি বন্ধ করতে হবে। এসবের জন্য আমরা ঐক্যবদ্ধ। আমরা এমন একটি সমাজ চাই, যে সমাজ হবে দুঃশাসন, দুর্নীতিমুক্ত ও পুরোপুরি চাঁদাবাজ মুক্ত। যেখানে দুর্নীতি সেখানে দুঃশাসন নিশ্চিত।

পতিত আওয়ামী লীগ ও তাদের দোশরদের উদ্দেশ্যে করে তিনি বলেন, এ দেশের জনগণকে বোকা ভাববেন না। এ দেশের জনগণ অনেক সচেতন হয়েছে, তারা আর আগের মতো নেই। রক্ত দিয়ে তারা সচেতন হয়েছে। যদি মনে করেন কালো টাকা আর পেশিশক্তি দিয়ে কিছু করবেন, সেদিন শেষ।

কর্মী সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. রুহুল আমিন। সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা খন্দকার আলী মহসিন, আবু বকর মোহাম্মদ আলী আজম, অধ্যাপক আবুল হাশেম, অধ্যাপক এমডি বাতেন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল হক, সাবেক নায়েবে আমির আজিজুর রহমান, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, আসলাম অর্ক, শোভন দাস প্রমুখ।

জামায়াত আমির বলেন, আমরা সবাই মিলে দেশটাকে গড়তে চাই। ওরা এই দেশটাকে কঙ্কাল করেছে। আমরা এই দেশের গায়ে চামড়া লাগিয়ে গড়তে চাই। মানুষের উন্নত জীবন ও জীবনের মূল্যায়ন করতে চাই ন্যায়ের ভিত্তিতে। কোথাও কেউ অপনীতি চালাতে তা একসাথে প্রতিরোধ করুন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ