• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:১৪:৪৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:১৪:৪৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

শ্রীপুরে দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

২২ অক্টোবর ২০২৪ দুপুর ০২:৩৫:৫১

শ্রীপুরে দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

গাজীপুর প্রতিনিধি: সরকারি বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, দুর্নীতি, পরিষদের সদস্যদের ক্ষমতা খর্ব করে ইউনিয়ন পরিষদকে নিজের স্বেচ্ছাচারিতার আশ্রয়স্থলে পরিণত করার অভিযোগে বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। 

২১ অক্টোবর সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার উপসচিব ড. মাসুরা বেগমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ৬ নম্বর বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, ইউনিয়ন পরিষদের সদস্যদের ক্ষমতা খর্ব করে পরিষদকে নিজের স্বেচ্ছাচারিতার আশ্রয়স্থল তৈরি এবং ক্ষমতার অপব্যবহার, পরিষদের সদস্যদের হুমকি প্রদান, নিয়মিত মাসিক সভা ও ওয়ার্ড সভা না করা, পরিষদের বাৎসরিক হিসাব প্রদান না করা, টিসিবির পণ্য বিতরণে কারচুপি, ইউনিয়ন পরিষদের দৈনন্দিন আয়ের হিসাবে ভুয়া ভাউচার দেখিয়ে আত্মসাৎ, পরিষদের সাবেক ও বর্তমান সদস্যদের সম্মানী ভাতা পরিশোধ না করার অভিযোগ এনে ইউনিয়ন পরিষদের ৯ জন সদস্য অনাস্থা প্রস্তাব দেন। স্থানীয় সরকার বিভাগ সরেজমিনে তদন্ত করে অভিযোগগুলোর সত্যতা পায়। অনাস্থা প্রস্তাবের বিষয়ে স্থানীয় সরকার বিভাগের প্রমাণ পায়। তাই স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ৩৯ (১৩) ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে অনাস্থা প্রস্তাবটি অনুমোদিত হওয়ায় বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনের পদটি একই আইনের ৩৫(১)(চ) ধারা অনুযায়ী শূন্য ঘোষণা করা হলো।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, প্রজ্ঞাপন অনুযায়ী স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ এর ৫২ (২) ধারা মোতাবেক আদেশ বাস্তবায়ন করা হবে।

স্থানীয় সরকার মন্ত্রণালয় ইউনিয়ন পরিষদ ইউপি-১ শাখার উপসচিব ড. মাসুরা বেগম প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাষ্ট্রপতির আদেশক্রমে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩