কুমিল্লা প্রতিনিধি: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দেবীদ্বার পৌরসভার প্রথম নির্বাচন। এ নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাইফুল ইসলাম শামীম বিজয়ী হয়েছেন।
১৭ জুলাই সোমবার উপজেলার হলরুমে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।
এ সময় বেসরকারিভাবে মেয়রের সঙ্গে ৯টি ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের নামও ঘোষণা করেন তিনি। কাউন্সিলর সবাই আওয়ামী লীগ সমর্থিত নির্বাচিত হয়েছেন।
পুরুষ কাউন্সিলরা হলেন- ১ নম্বর ওয়ার্ডে আবদুল কাদের (উচপাখি) , ২ নম্বর ওয়ার্ডে আমির হোসেন (ব্ল্যাকবোর্ড), ৩ নম্বর ওয়ার্ডে সৈয়দ নাঈমুল ইসলাম সুমন (উটপাখি), ৪ নম্বর ওয়ার্ডে আবুল হোসেন (টেবিল ল্যাম্প), ৫ নম্বর ওয়ার্ডে আবুল বাশার (টেবিল ল্যাম্প), ৬ নম্বর ওয়ার্ডে আবদুল আলীম (পাঞ্জাবী), ৭ নম্বর ওয়ার্ডে মো. বাছির উদ্দিন (টেবিল ল্যাম্প), ৮ নম্বর ওয়ার্ডে মো. মুজিবুর রহমান (উটপাখি) ও ৯ নম্বর ওয়ার্ডে মাওলানা মো. আবু আবু সাঈদ (পাঞ্জাবী)
মহিলা কাউন্সিলরা হলেন- ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে কামরুন্নাহার (অটোরিকশা), ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে শামীমা সুলতানা (আনারস) ও ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে শারমীন আক্তার (আনারস)।
রিটার্নিং কর্মকর্তা জানান, সকাল ৮টায় দেবীদ্বার পৌর নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে মেয়র পদে লড়ছেন আটজন। দেবীদ্বার পৌর নির্বাচনে ১৪ টি ভোটকেন্দ্রে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিলো সন্তোষজনক। শেষ পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available