• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২৭:০১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২৭:০১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণে সনাতন শিক্ষার্থীদের স্থায়ী মন্দির নির্মাণের আবেদন

২৭ সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:২২:৩৪

দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণে সনাতন শিক্ষার্থীদের স্থায়ী মন্দির নির্মাণের আবেদন

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে স্থায়ী মন্দির নির্মাণের দাবিতে অধ্যক্ষের কাছে লিখিত আবেদন করেছে কলেজের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। ২৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে অধ্যক্ষের কক্ষে প্রায় কয়েকশ সনাতন ধর্মালম্বী শিক্ষার্থী অধ্যক্ষ প্রফেসর ড. মো. রেজাউল করিমের কাছে কলেজ প্রাঙ্গনে স্থায়ী মন্দির নির্মাণের আবেদন করে।

এসময় অধ্যক্ষ প্রফেসর ড. মো. রেজাউল করিম শিক্ষার্থীদের বলেন, আমি এই প্রস্তাবকে স্বাগত জানাই, শিক্ষার্থীদের এ দাবি সময়োপোযোগী। ইতোপূর্বে শিক্ষা প্রকৌশলীর কাছে কলেজে অবস্থিত মসজিদটি সংস্কার ও বড় করার জন্য একটি আবেদন করা হয়েছে । পর্যায়ক্রমে সনাতন শিক্ষার্থীদের এ আবেদনও সরকারের নিকট পাঠানো হবে।

তিনি শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে বলেন, মানিকগঞ্জের অন্যান্য কলেজের তুলনায় আমাদের বেশ জায়গা রয়েছে। তাই মন্দির নির্মাণে আমাদের জায়গার অভাব হবে না। সরকার যদি এই আবেদনের প্রেক্ষিতে অনুমতি দেয় অথবা সরকারিভাবে হিন্দু কল্যাণ ট্রাস্ট যদি অর্থনৈতিকভাবে এগিয়ে আসে তাহলে দ্রুত সময়ের মধ্যেই মন্দিরের নির্মাণ কাজ করা সম্ভব হবে।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. শরিফুল ইসলাম খান, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক গিরীন্দ্র কুমার রায়, অর্থনীতি বিভাগের প্রভাষক আহাম্মদ উল্লাহ প্রমুখ।

অন্যান্যের মধ্যে জেলা হিন্দু ছাত্র মহাজোট ও আর্য সংস্কৃত কলেজের সহযোগী অধ্যাপক রামপ্রসাদ চন্দ্র আর্য সজীব, কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সনাতন সংগঠক মৃত্যুনঞ্জয় সাহা সেতু, কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ইনজামুল হক জাহিদ, দেবেন্দ্র কলেজ হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সজিব রাজবংশী, সাধারণ সম্পাদক দীপক সূত্রধর প্রমুখ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩