কুমিল্লা প্রতিনিধি: মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের মুরাদনগর ও চান্দিনার আরও ৩ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
৪ সেপ্টেম্বর সোমবার রাতে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দীন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দিন।
মহিউদ্দিন বলেন, সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় এর আগে ১৬ জনের বিরুদ্ধে এবং আজ আরও ৩ জনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্তে এই ব্যবস্থা নিয়েছি। আগস্ট মাসের কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকায় আগে ব্যবস্থা নিতে পারিনি। আমরা এখনও বিষয়টির ওপর নজর রাখছি। যদি ছাত্রলীগের কাউকে রাজাকারকে নিয়ে পোস্ট দিতে দেখা যায়, তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। রাজাকারের প্রতি যাদের দরদ আছে, তারা দেশের শত্রু।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্দেশে কুমিল্লা উত্তর জেলা শাখার জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে, সংগঠনের শৃঙ্খলা ও নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক মাহমুদ, চান্দিনা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাকিব মুন্সী ও একই উপজেলার জোয়াগ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মাসুম বিল্লাহ আবির স্ব স্ব পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available