মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলার সবজি বাজারের আগুন। মেহেরপুর জেলার বিভিন্ন হাট-বাজারে নিম্ন মধ্যবিত্ত ও নিম্ন শ্রেণির মানুষদের সবজি ক্রয় করে খাওয়া এখন এক দুঃস্বপ্ন হয়ে গেছে।
৬ সেপ্টেম্বর বুধবার সরজমিনে ঘুরে দেখা যায়, গাংনী পৌরসভার বাঁশবাড়িয়া বাজারে চড়া মূল্যে সবজি বিক্রি হচ্ছে। টমেটো প্রতি কেজি ১২০ টাকা, বেগুন প্রতি কেজি ৮০ টাকা, পালং শাক প্রতি কেজি ৮০টাকা, মুলা প্রতি কেজি ৫০ টাকা, গোল আলু প্রতি কেজি ৫০ টাকা, কাঁচা কলা প্রতি কেজি ৫০ টাকা।
এখন ইলিশের মৌসুম, সেই সময় ইলিশ কিনে খাওয়ার সামর্থ নিম্ন আয়ের মানুষদের দুঃস্বপ্ন বলে মনে হচ্ছে।
শহরের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের ৬০ ভাগ সবজি মেহেরপুর জেলায় উৎপাদন হয়, সেইখানে সবজির যদি এত দাম হয়, তাহলে সাধারণ মানুষ কীভাবে জীবন যাপন করবে?
গাংনী পৌরসভার সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মদন বলেন, স্থানীয় প্রশাসনের বাজার মনিটরিং করা খুব জরুরি বলে আমি মনে করি।
গাংনী পৌরসভার মেয়র আহামেদ আলী বলেন, পৌরসভার পক্ষ থেকে খুব শিগগিরই সবজি বাজার মনিটরিং করা হবে। কারণ পাইকারি ক্রয় ও খুচরা বিক্রয়ের মধ্যে মূল্যের সমন্বয় নেই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available