চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক নারী এনজিও কর্মীকে ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
৪ সেপ্টেম্বর বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এবং জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের লাওঘাট্রা গ্রামের মো. হেলাল আলী, মো. আব্দুল জলিল, মোহাম্মদ আলী সাদ্দাম, মো. আওয়াল হোসেন।
পাবলিক প্রসিকিউটর অ্যাড. এনামুল হক জানান, মামলার তদন্তে প্রমাণ পাওয়ায় চার আসামীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ধর্ষণের পর নৃশংসভাবে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার দায়ে ৩০২, ৩৪২, ৩০৭, ৩৪ এবং ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় আদালত এই রায় প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৯ আগস্ট দুপুরে লাওঘাট্রা গ্রামের মো. আলাউদ্দিনের মেয়ে খাতিজা খাতুনকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে আখের খেতে ধর্ষণ করা হয়। পরদিন সকালে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা আলাউদ্দিন শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে ২০২৩ সালের ২৪ জানুয়ারি পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
আদালত সূত্রে জানা যায়, আসামী মো. হেলাল আলী ও মো. আব্দুল জলিলকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৩) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই ধারায় আলী সাদ্দাম ও মো. আওয়াল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available