পটুয়াখালী প্রতিনিধি: সম্প্রতি সেনাবাহিনীর পটুয়াখালী জেলা সদর ক্যাম্পে মো. সোহাগ মাঝি নামে একজন চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীর বিরুদ্ধে একাধিক ব্যক্তি লিখিতভাবে বিভিন্ন গুরুতর অভিযোগ দায়ের করে।
৩ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত সোহাগ মাঝি পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের কুড়িপাইকা পাজাখালী গ্রামের রফিজ ওরফে (রফিক) মাঝির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার সোহাগের বিরুদ্ধে জেলা সদর থানাসহ বিভিন্ন থানায় ৮টি উল্লেখযোগ্য মামলা রয়েছে। মামলাগুলো হলো- ধর্ষণ, অবৈধ অস্ত্র প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজি ও ঢাকা সিএমএম আদালতে একটি ব্যাংক ডাকাতির মামলা। এছাড়াও সে সম্প্রতি এলাকায় একটি চাঁদাবাজি এবং অপরাধমূলক নেটওয়ার্ক পরিচালনার মাধ্যমে জনজীবন অতিষ্ঠ করে তুলে।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. জসিম জানান, অভিযুক্তকে পূর্বে দায়েরকৃত বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available