• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০৫:৫২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০৫:৫২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নওগাঁয় ৮০০ হাঁস নিয়ে লাপাত্তা পাহারাদার!

২ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:১০:০৭

নওগাঁয় ৮০০ হাঁস নিয়ে লাপাত্তা পাহারাদার!

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় এক খামারির ৮০০ পিস হাঁস রাতের-আধারে চুরির অভিযোগ উঠেছে ইসমাইল হোসেন ওরফে নবাব (৪৫) নামে এক পাহারাদারের বিরুদ্ধে। এ ঘটনায় সদর থানায় ১ আগস্ট মঙ্গলবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন খামারের মালিক আব্দুল মতিন। 

অভিযুক্ত ইসমাইল হোসেন ওরুফে নবাব সদর উপজেলার নতুন সাহাপুর গ্রামের মৃত তাহেরের ছেলে। অভিযোগকারী খামার মালিক অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মতিনের বাড়ি একই গ্রামে।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা সদরের নতুন সাহাপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মতিন গত দুই বছর ধরে ৮০০ পিস হাঁস নিয়ে সান্দিরা বিলে হাঁসের খামার পরিচালনা করছেন। খামার দেখাশোনার জন্য ও রাতে হাঁসের পাহাদার হিসেবে ইসমাইল হোসেনকে কর্মচারী হিসেবে নিয়োগ করা হয়। ১ আগস্ট মঙ্গলবার ভোরে খামার মালিকের সাথে কথা না বলে গোপনে ৮০০ পিস হাঁস অন্যত্র স্থানে নিয়ে যায় ইসমাইল। হাঁসগুলোর আনুমানিক মুল্য প্রায় ৫ লাখ টাকা।

ভুক্তভোগী হাঁস খামারি আব্দুল মতিন বলেন, খামার দেখাশুনার জন্য দুইজন কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছিল। তারমধ্যে ইসমাইল হোসেন আমার প্রতিবেশি। তাকে রাতে হাঁস পাহাদার হিসেবে ১১ হাজার টাকা মাসিক বেতনে কাজ করার শর্তে নিয়োগ দেয়া হয়। কিন্তু আমাকে না জানিয়ে ভোরে ৮০০ পিস হাঁস নিয়ে সে অন্যত্র স্থানে চলে গিয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি, পিকআপযোগে হাঁসগুলো নিয়ে গেছে।

এ ঘটনার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে হাঁসগুলো পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ আছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

অভিযুক্ত ইসমাইল হোসেনের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩