• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৮:০৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৮:০৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

পরীক্ষায় অসদুপায় অবলম্বন: নোবিপ্রবির ৫ শিক্ষার্থী বহিষ্কার

২৪ আগস্ট ২০২৩ সকাল ১১:৫৩:০৬

পরীক্ষায় অসদুপায় অবলম্বন: নোবিপ্রবির ৫ শিক্ষার্থী বহিষ্কার

নোবিপ্রবি প্রতিনিধি: পরীক্ষায় অসদুপায় অবলম্বনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৫ শিক্ষার্থীকে সংশ্লিষ্ট সেমিস্টারের পরীক্ষা বাতিলসহ বিভিন্ন মেয়াদে সর্বোচ্চ ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

২১ আগস্ট সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ বিষয়টি জানা যায়।

অফিস আদেশ থেকে জানা যায়,  কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গত ৯ আগস্ট অনুষ্ঠিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শৃংখলা বোর্ডের সভা-২০২৩/০২ এর সিদ্ধান্তক্রমে সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে বিভিন্ন বিভাগের ৩ জনকে ৬ মাসের জন্য এবং ২ জনকে ১ বছরের জন্য বহিষ্কারসহ সংশ্লিষ্ট সেমিস্টারের পরীক্ষা বাতিল করা হয়।

পরীক্ষা চলাকালীন সময়ে উত্তরপত্র পরীক্ষার হল থেকে গোপনে সরিয়ে নিয়ে পরবর্তীতে ঐ উত্তরপত্রে লিখে আনায় সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফুয়াদ আল রাফি ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়।

কোর্সের পরীক্ষা চলাকালীন সময়ে অবৈধ কাগজপত্র সঙ্গে রাখা ও তা থেকে দেখা লেখার কারণে এমআইএস বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান এবং শিক্ষা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুবর্ণা ফেরদৌসকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়।

এছাড়াও কোর্সের পরীক্ষা চলাকালী সময়ে মোবাইল ফোন সঙ্গে রাখা ও তা থেকে দেখা লেখার কারণে আইএসএলএম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাবরিনা সুলতানা এবং সিএসটিই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্বর্ণা সাহাকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩