• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৫৮:২৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৫৮:২৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

২১ এপ্রিল ২০২৪ রাত ০৯:০৯:২৪

নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি (SDG) লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

২১ এপ্রিল রোববার বিকেল ৪টায় নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আল-মাহমুদ কায়েস ও সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম রিয়েল সরকারের নেতৃত্ব বঙ্গবন্ধু স্কয়ারে বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়।

পরে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় দুই শতাধিক ফলদ বৃক্ষ রোপন করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এবিষয়ে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রিয়েল বলেন, বেশি বেশি গাছ লাগিয়ে আমাদের ভবিষ্যতকে জলবায়ুর বিরূপ আচরণের হাত থেকে রক্ষা করতে হবে। এজন্য আমাদের মতো তরুণদের এগিয়ে আসতে হবে। তাই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃত্বে শিক্ষার্থীরাই ক্যাম্পাসকে গ্রিন ক্যাম্পাসে নবরূপায়ন করবে। আর এজন্যই আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি।

সভাপতি আল-মাহমুদ কায়েস বলেন, একটি সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে, সবুজের সমারোহে ছবির মতো সুন্দর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে, ক্যাম্পাসকে সর্বদা শীতল রাখার লক্ষ্যে তথা সবুজ-সুন্দর আগামী গড়ার লক্ষ্যে এবং বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি। ক্যাম্পাসের প্রতিটি উপযুক্ত স্থানে আমরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বৃক্ষরোপণ করেন।

উল্লেখ্য, সাম্প্রতিক তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে ৫ লাখের অধিক বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করছে। ২০ এপ্রিল শনিবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩