• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৯:৪৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৯:৪৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি, হল প্রভোস্ট, প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও রেজিস্ট্রারের পদত্যাগ দাবি

৭ আগস্ট ২০২৪ সকাল ০৯:৩০:৪২

নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি, হল প্রভোস্ট, প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও রেজিস্ট্রারের পদত্যাগ দাবি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি, সকল হল প্রভোস্ট, প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও রেজিস্ট্রারের প্রকাশ্যে ও আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে পদত্যাগ দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নজরুল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কবৃন্দ।

৬ আগস্ট মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এই দাবি জানান সমন্বয়কবৃন্দ। তবে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর প্রকাশ্যে ক্ষমা চাইলেও বাকিরা ক্ষমা চাওয়া কিংবা পদত্যাগ কোনোটিই করেননি।

এদিকে রাষ্ট্রীয়ভাবে অফিস খোলা থাকলেও রেজিস্ট্রার, ছাত্র উপদেষ্টা ও অগ্নি-বীণা হল প্রভোস্ট ব্যতীত মঙ্গলবার অফিসে আসেননি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি, ট্রেজারার, প্রক্টর ও অন্যান্য হলের প্রভোস্টবৃন্দ।

এ ব্যাপারে নজরুল বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর বলেন, আমার কাছে শুধুমাত্র জাতির জনক বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মাসুম হাওলাদারের ছুটির দরখাস্ত থাকলেও বাকিরা কোনো ছুটি নেননি। বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ট্রেজারার স্যারের ছুটি মন্ত্রণালয় থেকে হয়। তাঁদের ছুটির ব্যাপারে আমি কিছু জানি না।

ছাত্রদের পদত্যাগের দাবির ব্যাপারে তিনি বলেন, এটি তো আমার চাকুরি। অতিরিক্ত দায়িত্ব না। আমাদের ভুল ছিল। সেই দ্বায় স্বীকার করে আমি ক্ষমা চেয়েছি।

ছাত্র উপদেষ্টা ড. মেহেদী উল্লাহ বলেন, ‌'আমি সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলাম। আজও বিভাগ ও ছাত্র উপদেষ্টা দপ্তরে গিয়েছি। গতকাল রাতেও আমি ঝুঁকি নিয়ে কাজ করেছি। অনেকে সমন্বয়কবৃন্দকে হুমকি ও ভয় দেখালেও আমি সেগুলোর সমাধান করেছি। আমি আমার দায়িত্ব মাঠে থেকে পালন করেছি। সকল শিক্ষার্থীই জানেন।'

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ও প্রভোস্ট কাইন্সিলের সভাপতি মাসুম হাওলাদার বলেন, 'আমি ছুটি নিয়েছি। হল খুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তায় হাউজ টিউটরবৃন্দ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের চাওয়া পদত্যাগ দাবি যৌক্তিক। সেরকম হলে পদত্যাগ করতে হবে।'

অগ্নি-বীণা হল প্রভোস্ট হীরক মুশফিক বলেন, 'আমি শিক্ষার্থীদের পক্ষে সবসময় কাজ করেছি। আজ হলেও গিয়েছিলাম। শিক্ষার্থীরা চাইলে আমি পদত্যাগ করবো।' 

দোঁলনচাপা হল প্রভোস্ট লাইলী আক্তার বলেন, 'যেদিন হল বন্ধ হয়ে যায় সেদিন আমি কারো সাথে উচ্চবাচ্চ করিনি। শিক্ষার্থীরা আমাকে বুঝেছে, আমি শিক্ষার্থীদের বুঝেছি। শিক্ষার্থীরা ক্যাম্পাস আসুক। সবাই মিলে কথা বলুক। যদি আমাকে পদত্যাগ করতে হয় আমি করবো।'

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সৌমিত্র শেখর, ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, বঙ্গমাতা হল প্রভোস্ট ইন্দ্রাণী মন্ডলের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায়নি। এছাড়া প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জিকে মুঠোফোনে পেলেও পরে কথা বলবেন বলে জানান তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩