• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২৩:১৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২৩:১৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঈদগাঁওয়ে নদীতে ডুবে শ্রমিক নিখোঁজ

৩ সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:০৩:৫৫

ঈদগাঁওয়ে নদীতে ডুবে শ্রমিক নিখোঁজ

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে নদীতে ডুবে মোহাম্মদ আরমান (২৫) নামের একজন নিখোঁজ হয়েছেন, সে ২সন্তানের জনক।  ২ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যার পর উপজেলা ইসলামাবাদ গজালিয়া রাজঘাটের ঈদগাঁও নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ আরমান উপজেলার ঈদগাঁও ইউনিয়ন মেহের ঘোনা ৪নং ওয়ার্ডের ছাবের আহমেদের ছেলে।

নিখোঁজের শ্বশুর সিরাজুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় কাজ শেষে শ্বশুর বাড়িতে ফেরার পথে নদী পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। এদিন পাহাড়ি ঢলের শ্রুতের তোড়ে তার সাথে থাকা বাকি ২জনের সাথে আরমানও নদীতে নামেন। অন্য ২জন সাঁতার কেটে তীরে উঠতে পারলেও আরমান নদীতে ডুবে যায়।

প্রত্যক্ষদর্শী ফজলুল হক ও রাশেল মিয়া জানান, তারা কাজ শেষে আরমানের সাথে বাড়িতে ফিরছিলেন। নদী পারাপার হওয়ার সময় তারা একইসাথে ছিলেন। নদীতে স্রোত বেশি থাকায় আরমান ডুবে যায়। ফজলুল হক ও রাশেল সাঁতার কেটে তীরে উঠে আসে। এসময় আশপাশের লোকজনকে ডাকাডাকি করলে, তারা সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও আরমানকে পায়নি।

রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের কর্মকর্তা সুমেন বড়ুয়া বলেন, ঈদগাঁওর খালে ডুবে একজন নিখোঁজের খবরে আমরা ঘটনাস্থলে আসি। রাতে অন্ধকার এবং নদীদে স্রোত থাকায় উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব হয়নি। রোববার সকারে ডুবুরি দল উদ্ধার কার্যক্রম শুরু করবে বলে তিনি নিশ্চিত করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোন খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩